Thursday, December 4, 2025

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন কড়াকড়ি, কঠোর নিয়ম আনছে পরিবহন দফতর 

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের শীর্ষমহলে। এর পরেই স্কুলবাহি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দফতর। খুব শীঘ্রই পরিবহণ দফতর–শিক্ষা দফতর, পুলিশ, বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক সংগঠন এবং পুলকার মালিকদের নিয়ে যৌথ বৈঠকে বসে নতুন একগুচ্ছ নিয়মাবলি ঘোষণা করবে বলে জানা গিয়েছে।

দফতর সূত্রের খবর, স্কুল পড়ুয়াদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবার আলাদা করে গাড়ি মালিক, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের জন্য পৃথক নির্দেশিকা বাধ্যতামূলক করা হবে। পুলকার ও স্কুলবাসের ক্ষেত্রে বৈধ কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট ও লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকবে বাধ্যতামূলক। চলন্ত গাড়িতে দরজা–জানলার গঠন এমন হবে যাতে কোনও পড়ুয়া বাইরে হাত বা মাথা বার করতে না পারে।

এছাড়াও গাড়িতে রাখতে হবে বাইরে থেকে দেখা যায় এমন কাচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার নির্দিষ্ট জায়গা, প্রত্যেক আসনে সিটবেল্ট, ফার্স্ট এইড বক্স এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা।

পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, “স্কুল পড়ুয়াদের নিরাপত্তা কোনওভাবেই অবহেলা করা যাবে না। তাই সমস্ত পক্ষকে সঙ্গে নিয়ে কঠোর নির্দেশিকা আনা হচ্ছে। প্রয়োজনে নজরদারিও বাড়ানো হবে।” রাজ্য সরকার জানিয়েছে, স্কুলবাস ও পুলকারের জন্য নিয়মিত ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হবে। নির্দিষ্ট সময় অন্তর সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নবীকরণ করতে হবে। পাশাপাশি প্রতিটি স্কুলে একজন ট্রান্সপোর্ট ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি নিকটবর্তী পরিবহন দফতরের সঙ্গে যোগাযোগ রেখে স্কুলের পরিবহণ-সম্পর্কিত সমস্ত দায়িত্ব দেখবেন। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা ঘিরে রাজ্য সরকারের এই উদ্যোগে সাধারণ অভিভাবকদের পাশাপাশি পরিবহণ মহলের বহু মানুষই স্বস্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুন – পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...

ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে অভিনব উদ্যোগ নিল ফেডারেশন। টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফেডারেশনের অফিসে মাসে...

বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৮

ছত্রিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ গুলিযুদ্ধের পরে উদ্ধার হল আরও ছয় মাওবাদীর দেহ। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে,...

ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে...