Friday, December 5, 2025

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

Date:

Share post:

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড (WAQF Record) আপলোড করার শেষ তারিখ শুক্রবার হলেও প্রযুক্তিগত কারণে এই রাজ্য সহ একাধিক রাজ্যে কাজের অগ্রগতি অত্যন্ত শ্লথ। তার মধ্যে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্য রয়েছে। বড় রাজ্যগুলির এখন পর্যন্ত মাত্র ১০ থেকে ৩৫ শতাংশ সম্পত্তি পোর্টালে নিবন্ধিত হয়েছে বলে কেন্দ্রের সূত্রে জানা যাচ্ছে।

রাজ্য ওয়াকফ বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ৮০ হাজার ৪৮০টি ওয়াকফ সম্পত্তির মধ্যে ডিজিটালি নিবন্ধিত হয়েছে মাত্র ১২ শতাংশ। বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, মুতাওয়াল্লিদের বহুজনই কারিগরি দিক থেকে অভিজ্ঞ নন, ইংরেজি ভাষাজ্ঞানও কম। সেই কারণেই ডিজিটাইজেশন প্রক্রিয়া এগোচ্ছে ধীর গতিতে। পাশাপাশি জমি পরিমাপের ইউনিট নিয়েও দেখা দিচ্ছে বিভ্রান্তি—বাংলায় এক বিঘার মাপ যেমন, বিহার বা উত্তরপ্রদেশে তার পরিমাপ সম্পূর্ণ আলাদা। ফলে জমির সুনির্দিষ্ট হিসেব ডিজিটাইজ করতে প্রশাসনকে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। বিভিন্ন রাজ্যের তরফে এ ব্যাপারে একাধিকবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হলেও মোদি সরকারের হেলদোল নেই। এর ফলে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তির নিরাপত্তা। ইচ্ছাকৃতভাবেই এই ধরনের কারিগরি জটিলতা তৈরি করে তাদের বঞ্চিত করার কৌশল রচনা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠে আসছে।।

প্রসঙ্গত, সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ৮.৮ লক্ষ ওয়াকফ সম্পত্তির সম্পূর্ণ ডিজিটাল রেকর্ড তৈরির লক্ষ্যে কেন্দ্র ৬ জুন চালু করেছিল ‘উম্মিদ’ পোর্টাল । কিন্তু প্রক্রিয়া শুরু হওয়ার পরেও বহু রাজ্যে গতি বাড়েনি। পশ্চিমবঙ্গ সরকার প্রথমে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করতে আপত্তি জানালেও পরে পোর্টালে আপলোডের কাজ শুরু করেছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সম্পত্তি নথিভুক্ত করা যাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

spot_img

Related articles

চলে গেলেন ভারতের কসমেটিক্স জগতের সম্রাজ্ঞী , সিমোনে টাটার মৃত্যুতে শোকের ছায়া শিল্পমহলে

প্রয়াত ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোনে টাটা (Simone Tata)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach...

খেলা শুরুর আগেই লাল কার্ড, সুপার কাপে তুমুল বিতর্ক! নিয়ম কী বলছে?

খেলা শুরুর আগেই লাল কার্ড! ভারতীয় ফুটবলে অদ্ভুত ঘটনা। সুপার কাপ সেমিফাইনালে গোয়া অধিনায়ক গুরোক্সেনার লাল কার্ড(Red Card)...

ক্যানিংয়ে স্ত্রীর হাত-পা বেঁধে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার! পলাতক অভিযুক্ত

স্বামীর হাতে নৃশংস নির্যাতনের শিকার ক্যানিংয়ের (Canning) গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা অন্তঃসত্ত্বার চুলও কেটে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে...

ডিমের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি, কড়া পদক্ষেপের পথে রাজ্য

  রাজ্যে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় (Egg  Price increased)পরিস্থিতি মোকাবিলায় কড়া নজরদারির পথে হাঁটল রাজ্য সরকার (Govt of...