বাংলার মানুষকে বঞ্চনা করা বিজেপির ধর্ম। ন্যায্য পাওনা থাকা সত্ত্বেও বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার। বাংলা ও বাঙালি বিরোধী বিজেপির এই নোংরা রাজনীতির বিরোধিতা করে শুক্রবারও সংসদের গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা(TMC MP’s)। সাংসদদের সাফ কথা হকের টাকা না দেওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
এদিন সংসদের মকরদ্বারের সামনে তৃণমূল সাংসদরা (TMC MP’s) বিক্ষোভ দেখান। হাতে ছিল ৫২০০০, মনরেগা পোস্টার। বিক্ষোভ দেখান কীর্তি আজাদ, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, সাকেত গোখেল, বাপি হালদার, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, শতাব্দী রায়, ডাঃ শর্মিলা সরকার, সুব্রত বক্সি, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক, মহম্মদ নাদিমুল হক, শিউলি সাহা, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর-সহ অন্যান্যরা। স্লোগান উঠল ‘বাংলার প্রাপ্য বকেয়া মেটানো হচ্ছে না কেন?’ জবাব চাই জবাব দাও।’

এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন,”বাংলাকে বঞ্চিত করে কেন্দ্র, মোদি-শাহরা বাংলার মানুষকে শুকিয়ে মারতে চাইছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।” সম্প্রতি কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের ১০০ দিনের সমস্ত বকেয়া মেটাতে হবে কেন্দ্রকে। তারপরেও কেন্দ্র এক পয়সাও দিচ্ছে না রাজ্যকে। এ প্রসঙ্গে সাংসদ দোলা সেন প্রশ্ন তোলেন,”এই নিয়ে ৬৪ বার অ্যাকশন টোকেন রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে। কিছুতেই ওরা টাকা দিচ্ছে না।”

১০০ দিনের কাজের টাকা আটকে রেখে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার এহেন আচরণ—অনৈতিক, অমানবিক ও অসাংবিধানিক বলে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ সুস্মিতা দেব, সায়নী ঘোষ- সহ বাকি তৃণমূল সাংসদরা।

–

–

–

–



