বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। গত ২৩ নভেম্বর দুই জনের বিয়ের কথা ছিল, কিন্তু জটিল পরিস্থিতিতে বিয়ে স্থগিত হয়ে গিয়েছে।কিন্তু তার আগে বাগদান হয়ে গিয়েছিল।
কিন্তু স্মৃতির (Smriti Mandhana) সাম্প্রতিক ভিডিওতে নেটিজেনরা লক্ষ্য করেছেন, স্মৃতির আঙুলে হাতে বাগদানের আংটি( Engagement Ring) নেই। যেটা পলাশ মুছল বিশ্বজয়ের মাঠ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে পরিয়েছিলেন। এমনকি হাতে মেহেন্দিও নেই। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই মেগা বিয়ে নিয়ে নিজেদের মৌনতা ভেঙেছে। স্মৃতি-পলাশের বিয়ের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিল, তারা ইনস্টাগ্রামে একটি ক্রিপটিক পোস্ট শেয়ার করেছে, যা ভাইরাল হচ্ছে।ফলে তাদের আদৌও বিয়ে হবে কিনা তা নিয়ে জল্পনার পারদ বৃদ্ধি পেয়েছে।

View this post on Instagram
বিয়ে সংক্রান্ত যাবতীয় ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যম থেকে মুছে দিয়েছেন স্মৃতি। দীর্ঘ প্রায় আট বছর ধরে স্মৃতি-পলাশের সম্পর্ক। বন্ধু হিসেবে সর্বদা ভারতীয় ক্রিকেটারের সাফল্য- ব্যর্থতাই পাশে দেখা গেছে বলিউড সুরকারকে। তাঁর ব্যবহার থেকে শুরু করে স্মৃতির প্রতি বন্ধুত্বের গভীরতা বরাবর নেট পাড়ায় প্রশংসা পেয়েছে। কিন্তু বিয়ের দিনে ঘটে গেল অঘটন। লাইমলাইটে থাকা বিবাহ মণ্ডপে আচমকা অ্যাম্বুলেন্স আসায় তাল কেটেছিল।এরপর নানা কাহিনী প্রকাশ্যে এসেছিল।

–

–

–

–

–



