উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Earthquake in Alaska) অঞ্চলে শনিবার রাতে অনুভূত হলো গভীর কম্পন। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০। মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়াকুতাত থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। জুনো এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বেশি জোরালো কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমেরিকার সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এই কম্পনের পর কোনও সুনামির (Tsunami ) আশঙ্কা নেই। মূল কম্পনের পর আরও দুটি ভূমিকম্প হয় যাদের তীব্রতা ছিল ৫.৬ ও ৫.৩। বড় কোন ক্ষতি বা হতাহতের বিষয়ে খবর মেলেনি। রবিতে ওই নির্দিষ্ট অঞ্চলে একাধিক আফটার শক হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

–

–

–

–

–

–

–

–


