হার্টের সমস্যা নিয়ে মধ্যরাতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। আপাতত অবস্থা স্থিতিশীল। গায়কের কন্যা জানিয়েছেন এই মুহূর্তে ডাক্তারদের পরামর্শ মতো চলতে হবে শিল্পীকে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।
শীতের মরশুমে একের পর এক অনুষ্ঠান করার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নচিকেতা। গায়ক কন্যা জানিয়েছেন, শোয়ের চাপ এতটাই বেশি ছিল যে শিল্পী ধকল নিতে পারছিলেন না। শনিবার মধ্যরাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাই দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর গায়কের হৃদরোগের সমস্যা রয়েছে। শোনা গিয়েছে, গায়কের অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে। হার্টে স্টেন্টও বসেছে। আপাতত তিনি বিপদ মুক্ত। তবে আগামী বেশ কয়েকটা দিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে। যদিও হাসপাতালে তরফে অফিশিয়াল কোন বিবৃতি মেলেনি। ইতিমধ্যেই শিল্পীর বেশ কয়েকটি শো বাতিল ঘোষণা করা হয়েছে। প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

–

–

–

–

–

–

–

–


