Wednesday, December 17, 2025

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের দিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন বাংলার সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)পর এবার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মঙ্গলবারের অধিবেশনে বলেন ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনও উন্মুক্ত কারণ পশ্চিমবঙ্গের সরকার নাকি কাঁটাতার বসানোর জন্য জমি দিচ্ছে না। আর তাই এত অনুপ্রবেশ বাড়ছে। এরপরই পাল্টা তোপ দাগে তৃণমূল। বর্ধমান পূর্বের সাংসদ ডা. শর্মিলা সরকার (Dr. Sharmila Sarkar) বলেন, প্রথম কথা ভারত-পাকিস্তান সীমান্তে তো তৃণমূল কংগ্রেসের সরকার নেই, তাহলে ওখানে কেন গোটা এলাকায় কাঁটাতার দেওয়া গেল না? পাশাপাশি বাংলা- বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশে যে জল আছে তাই সেখানে ফেন্সিং সমস্যার কথা স্পষ্ট করে তুলে ধরেন তিনি।

বছরের শেষে লোকসভা- রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বারবার বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP govt)। কখনও SIR তো কখনও রাজ্যের বকেয়া নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদরা। অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়েছে ঘাস্ফুল শিবির। এবার নিজেদের ব্যর্থতার দায় এড়াতে বাংলার শাসকদলের দিকে কাদা ছোড়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করে তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল ভারত পাক বর্ডারে কতটা এলাকায় এখনও ফেন্সিং নেই। কেন্দ্র জানায় প্রায় ১৫৫ কিলোমিটার জুড়ে কাঁটাতার নেই। এরপরই তোপ দাগে তৃণমূল। বাংলার সাংসদদের প্রশ্ন ভারত পাক সীমান্তে যদি ৯৮ শতাংশ ফেন্সিং করা হয়ে গিয়ে থাকে তাহলে সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে কেন, কেন্দ্র জবাব দিক। আসলে বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন বিএসএফ যে আসলে ব্যর্থ সেই দায় এড়াতে এটা ওটা বলে তৃণমূলের উপরে দোষ চাপাতে চাইছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক।

spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...