লিওনেল মেসির যুবভারতীর কনসার্টে যে তাণ্ডবের ঘটনা ঘটে শনিবার, তার জেরে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছে। তদন্ত কমিটির পাশাপাশি চার সদস্যের সিট (SIT) যুবভারতীতে তদন্তে গিয়েছে। একদিকে কী কারণে এত বড় গণ্ডগোল হল, তার তদন্ত যেমন হচ্ছে। তেমনই চলছে ভাঙচুরেরও (vandalism) তদন্ত। সেই তদন্তে নতুন করে আরও একজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police)। এর ফলে মোট গ্রেফতারি দাঁড়ালো ৬।
এর আগে সোমবারই চারজনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। মঙ্গলবার গ্রেফতার হয় আরও এক। মঙ্গলবার রাতে ফের বাইপাস লাগোয়া এলাকা থেকে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। রূপক মণ্ডল নামে যুবককে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South police)। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করার দাবি করা হয়েছে।

আরও পড়ুন : যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

পুলিশের অভিযোগ, রূপক নামে ওই যুবক ফেন্সিংয়ের তালা ভেঙে মাঠে ঢোকে নিজে। অন্যদেরও ঢুকতে সাহায্য করে। মাঠে ভাঙচুরের ঘটনাতেও রূপক যুক্ত বলে প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। একইভাবে ভাঙচুরের ঘটনায় যুক্ত অন্যান্যদেরও খোঁজ চালানো হচ্ছে।

–

–

–

–

–

–


