Friday, December 19, 2025

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

Date:

Share post:

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চ থেকে উৎসব ও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবছরের মতো এ বারও পার্ক স্ট্রিট সংলগ্ন অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের (Kolkata Christmas Festival) উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, সাংসদ মালা রায়, সুব্রত বক্সী, নগরপাল মনোজ ভার্মা, মুখ্য সচিব মনোজ পন্থ, মোস্ট রেভারেন্ড ড. এলিয়াস ফ্র্যাঙ্ক (আর্চ বিশপ অফ কলকাতা), মোস্ট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং (মডারেটর, চার্জ অফ ইন্ডিয়া অ্যান্ড আর্চ বিশপ অফ কলকাতা)। সঞ্চালকের ভূমিকায় ছিলেন সাংসদ ডেরেক’ও ব্রায়ান। 

বৃহস্পতিবার থেকেই আলোয় আলোয় সেজে উঠছে পার্ক স্ট্রিট (Park Street) এলাকা। বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাল থাকতে হলে মাঝেমধ্যে রিল্যাক্সেশন প্রয়োজন। উৎসবই সেই মানসিক স্বস্তি দেয়। সব সময় শুধু টেনশন থাকবে কেন- প্রশ্ন তোলেন তিনি। 

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যেই প্রচুর বিদেশি পর্যটক (Foreign Tourist) এসেছেন। তাঁর লক্ষ্য, বিদেশি পর্যটক আকর্ষণের নিরিখে দেশজুড়ে পশ্চিমবঙ্গকে এক নম্বরে তুলে ধরা। তিনি বলেন, উৎসব শুধু আনন্দ নয়, পর্যটনেরও বড় মাধ্যম।  

অ্যালেন পার্কের পাশাপাশি এ দিন রাজ্যের আরও ১৪টি জায়গায় একসঙ্গে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এখন কোনও উৎসব এলেই চারদিক সেজে ওঠে। বাংলা সব ধর্ম ও বর্ণকে সম্মান করে। জানি না কেন কেউ কেউ এই রাজ্যকে বদনাম করে। মেলা থেকে খেলা—সব কিছুই বাংলার মানুষ ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বের মানুষের মধ্যে এক ধরনের কমন ব্রিজ তৈরি করে। 

মুখ্যমন্ত্রী জানান, বড়দিন উপলক্ষ্যে পার্ক স্ট্রিট এলাকা বিশেষ ভাবে সাজানো হচ্ছে। বিভিন্ন দোকান ও আলোকসজ্জার ব্যবস্থা থাকছে। বৃহস্পতিবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত উৎসবের (Kolkata Christmas Festival) আবহ বজায় থাকবে। মানুষের জীবনে নানা চিন্তার মধ্যেও এই ধরনের উৎসব কিছুটা হলেও মানসিক স্বস্তি দেয় বলেই মন্তব্য করেন তিনি। বড়দিন উপলক্ষ্যে নিজের দলের মন্ত্রীদের চার্চে চার্চে যাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। নিজেও চার্চে যাবেন বলে জানান তিনি। 

শুধু কলকাতাতেই নয়, এ বছর দার্জিলিং, কালিম্পং, আসানসোল, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগরেও ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, ২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়। এ বছর তা ১৫ বছরে পা দিল। 

১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন অ্যালেন পার্কে কলকাতা পুলিশের সহযোগিতায় মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নতুন বছরের উৎসবের মধ্য দিয়েই ৫ জানুয়ারি এই ক্রিসমাস ফেস্টিভ্যালের পর্দা নামবে। একাধিক ফুড স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের উৎসবকে স্মরণীয় করে তোলার লক্ষ্য উদ্যোক্তাদের। 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...