বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত আবহাওয়ার গতিপ্রকৃতিতে তেমনটাই মনে করছে বঙ্গবাসী। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে কমেছে শীতের দাপট। সকাল রাতে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তে মূলত পরিষ্কার আকাশ। কিন্তু কনকনে ঠান্ডা যেন আর অনুভূত হচ্ছে না। দুপুরের দিকে মোটা সোয়েটার জ্যাকেট পরে যথেষ্ট অস্বস্তিও হচ্ছে। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, শীতের স্পেল ফের ফিরতে পারে পারে বড়দিনে (Christmas special winter spell)। আপাতত আবহাওয়ার বড় পরিবর্তন নেই।
শুক্রবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে কুয়াশার বড় প্রভাব নেই। আগামী চার পাঁচ দিনে সকাল সন্ধ্যায় শীতের আমেজ আরও কমবে।দিনভর ঠান্ডা অনুভূতি কার্যত উধাও। উইকেন্ডেও পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তরের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।

–

–

–

–

–

–

–

–


