কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে গিয়ে অন্তঃসত্ত্বা ভারতী শারীরিক অস্বস্তি বোধ করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি (Bharti Singh gave birth to a baby boy)। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন হর্ষ। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন অনুরাগীরা।
সেলেব দম্পতির প্রথম সন্তানের নাম লক্ষ্য (Lakshya)। সুইজারল্যান্ডে সফরকালের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন ভারতী। সোশাল মিডিয়ায় নিজের ‘মেটারনিটি ফটোশুট’-এর ছবিও শেয়ার করেছিলেন। ওজন বেশি থাকার কারণে প্রথমেই গর্ভাবস্থার বিষয়টা নিয়ে কিছু বুঝে উঠতে পারেনি অভিনেত্রী। তবে শারীরিক পরীক্ষার পর সবটা জানতে পেরে খুশি হয়েছিলেন তারকা যুগল। শুক্রবার দ্বিতীয়বারের জন্য পুত্র সন্তানের মা- বাবা হয়ে উচ্ছ্বসিত ভারতী-হর্ষ দুজনেই।

–

–

–

–

–

–

–

–


