প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ জানুয়ারি সাগরে পৌঁছোবেন তিনি। সেখানে পৌঁছেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার কথা। একই সঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচিও রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে প্রতিবছর প্রস্তুতি খতিয়ে দেখেন। এবারও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে ৫ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

১৫ ডিসেম্বর নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক গঙ্গাসাগর মেলায় সব রকম VIP সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই নির্দেশ মেনে ‘ভিআইপি সংস্কৃতি’ যাতে সমস্যা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন।
আরও খবর: বৈদিক মন্ত্রপাঠ থেকে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, শান্তিনিকেতনের শুরু পৌষমেলা

প্রস্তুতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মমতার।

–

–

–

–

–

–


