দেখতে দেখতে ২০২৫ প্রায় শেষ। বাংলা এবং হিন্দি বিনোদন জগতের জন্য বছরটা খুব একটা খারাপ যায়নি। তবে এবার তাকিয়ে থাকা আগামী বছরের বড় রিলিজের দিকে। ইতিমধ্যেই ২০২৬ এর বেশ কিছু সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তালিকা একদিকে যেমন রয়েছেন জিৎ(Jeet ),শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা (Shiboprasad Mukherjee), অন্যদিকে তেমনই শাহরুখ খান, রণবীর সিংয়ের মতো হেভিওয়েট তারকারা। নতুন ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি সিকুয়েল ছবির রমরমাও দেখা যাবে আগামী বছরে। একটু দেখে নেওয়া যাক টলিউডের ঝুলিতে ছাব্বিশের জন্য কী কী থাকছে।
‘বৃদ্ধ’ হওয়ার আক্ষেপ সলমনের! সোশ্যাল মিডিয়ায় ভাইজান লিখলেন…

জানুয়ারি মাসে রিলিজ করছে অঙ্কুশ হাজরার (Ankush Hazra) রম-কম ঘরানার সিনেমা ‘নারীচরিত্র বেজায় জটিল’। শীতের মরশুমে ‘বিজয়নগরের হীরে’র অভিযানে যাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন বছরের গড়াতেই চমক দেবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন। আছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এটাই এই প্রযোজনা সংস্থার প্রথম থ্রিলার কমেডি। নতুন বছরে অরিন্দম শীল (Arindam Sil) নিয়ে আসবেন ‘কর্পূর ‘, ব্রাত্য বসুর (Bratya Basu) পরিচালনায় বড় পর্দায় আসবে ‘শিকড়’। রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘মন মানে না’ ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহে মুক্তি পাওয়ার কথা। যে ছবিতে ত্রিকোণ প্রেমের কাহিনিতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায়কে (শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা)। শোনা যাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাসের শেষের দিক থেকে ‘ইচ্ছে’র সিক্যুয়েলের শুটিং শুরু করবেন নন্দিতা-শিবপ্রসাদ। পুজোর স্লটে ‘বহুরুপী ২’ তো থাকছেই। এ বছর পুজোয় চমক দেবেন সুপারস্টার জিৎ। মুক্তি পাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (KBBKBD)। অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের ‘বস’কে।সুমন ঘোষের পরিচালনায় ২০২৬ সালের অন্যতম বড় চমক হতে চলেছে ‘ফ্যামিলিওয়ালা’। এই সিনেমায় থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দেব (Dev) আগামী বছর ‘খাদান’ ও ‘প্রজাপতি’র আগামী নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন। রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) দেখা যাবে ‘দ্রৌপদী’র ভূমিকায়। সৃজিত মুখোপাধ্যায়ও উপহার দেবেন ‘উইঙ্কল-টুইঙ্কল’ ও ‘শরৎচন্দ্র ভার্সেস এম্পায়ার’।


এবার আসা যাক বলিউডের সম্ভাব্য সিনেমা মুক্তির তালিকায়। ২০২৩ কাপানোর পর তিন বছরের বিরতি শেষে ২০২৬ সালে ফের বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান (SRK), সিনেমার নাম ‘ কিং’ (King)।


সঞ্জয় লীলা বনশালি নিয়ে আসছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুখ্য ভূমিকায় রণবীর কাপুর (RK) , আলিয়া ভাট (Alia Bhatt), ভিকি কৌশল। বিগত তিন বছর ধরে চর্চায় থাকার পর নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ ২০২৬ সালে সিনে স্ক্রিনে দেখা যাবে। হৃতিক রোশনের (Hrithik Roshan) পরিচালনায় ‘কৃশ ৪’। অজয় দেবগনের হিট থ্রিলার ফ্র্যাঞ্জাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় সিক্যুয়েলের পাশাপাশি আসছে টাইগার শ্রফের ‘বাগি ৪’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’, রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) নারীকেন্দ্রিক ‘মর্দানি ৩’, আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’, সানি দেওয়াল অভিনীত ‘বর্ডার টু ‘। অনেক আইনি জটিলতা পেরিয়ে অবশেষে আসতে চলেছে অক্ষয়-সুনীল’পরেশ অভিনীত ‘হেরাফেরি ৩’। এছাড়াও বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’ও মুক্তি পাবে আগামী বছরে।

১৬ বছরের দাম্পত্য জীবন ভাঙল নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের


বোঝাই যাচ্ছে ২০২৬ বিনোদন জগতের জন্য অনেক উপহার সাজিয়ে রেখেছে। তাই টলিউড বনাম বলিউডের লড়াইটা যে বেশ জোরদার হবে তার আঁচ এখন থেকেই করা যায়।এখন কোন সিনেমার কত লক্ষ্মীলাভ হয় এবং কেই-বা জনপ্রিয়তার নিরিখে কাকে টেক্কা দেয় সেদিকে নজর থাকবে সিনেপ্রেমীদের।

–

–

–
–


