Tuesday, December 23, 2025

প্যাংগং লেকের ধারে রেড ফক্স! ভাইরাল বন্যপ্রাণকে ঘিরে সতর্কবার্তা

Date:

Share post:

নীল আকাশের নীচে প্যাংগং হ্রদের (Pongong Lake) ধারে আপন মনে ঘুরে বেড়াচ্ছে এক হিমালয়ান রেড ফক্স (Himalayan Red Fox) বা লাল শিয়াল। বিভর শ্রীবাস্তব নামে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়া সেই মায়াবী ভিডিও (Video) এখন নেটপাড়ার হট টপিক। তবে, বন দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই ভিডিওটিই।

ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শিয়ালটি (Himalayan Red Fox) পর্যটকদের (Tourist) গাড়ির খুব কাছে চলে এসেছে। তার কানের গঠন আর মোটা লেজ দেখে প্রথমে অনেকে সেটিকে নেকড়ে ভেবেছিলেন। কিন্তু আসলে সে ছিল হিমালয়ান লাল শিয়াল। মানুষের উপস্থিতি সত্ত্বেও তার মধ্যে কোনও ভয় দেখা যায়নি। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, শিয়ালটির পিছনের একটি পায়ে চোট রয়েছে।

তবে, ভিডিওতে শিয়ালটির এই ‘নির্ভীক’ আচরণ দেখে বনকর্তা পরভীন কাসওয়ান বিষয়টিকে অশনিসংকেত বলে মনে করছেন। বনকর্তার মতে, শিয়ালটি সম্ভবত পর্যটকদের দেওয়া খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই শিকার ছেড়ে সে এখন গাড়ির কাছে খাবারের আশায় ঘোরাঘুরি করছে।এতে তাদের আদিম শিকারি স্বভাব নষ্ট হয়ে যেতে পারে আর এটি প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারে। তাঁর কথায়, খাবারের আশায় বন্যপ্রাণীরা বারবার রাস্তায় চলে আসছে। এতে গাড়ির ধাক্কায় তাদের প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

হিমালয়ান রেড ফক্স সাধারণত লাদাখ (Ladakh) বা স্পিতির মতো উঁচু জায়গায় দেখা যায়। ইঁদুর জাতীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে এরা পাহাড়ের ভারসাম্য রক্ষা করে। কিন্তু পর্যটকদের কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে এদের জীবন এখন সংকটে।
আরও খবর: সেফটিপিন গিলে ফেলা গোল্ডিকে সুস্থ করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

বিশেষজ্ঞদের স্পষ্ট বার্তা, “পাহাড়ে ঘুরতে গিয়ে বন্যপ্রাণীদের দূর থেকে দেখা এবং সম্মান জানানোই প্রকৃত পর্যটকের পরিচয়। মনে রাখা দরকার, আমাদের এক মুহূর্তের আনন্দ বা একটি সেলফি যেন কোনো বন্যপ্রাণীর জীবনের ঝুঁকি না হয়ে দাঁড়ায়।” লাদাখের এই ভিডিওটি কেবল বিনোদনের নয়, বরং সচেতনতার এক বড় সতর্কবার্তা।

spot_img

Related articles

বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ...

রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

ধর্মের নামে পেটে লাথি। আরএসএস-এর তরফ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চাপ যত বাড়ানো হচ্ছে তত বিজেপি শাসিত...

হামলার প্রতিবাদে সুরের মিছিল: গানে গানে ছায়ানটের জবাব

বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট সম্প্রতি এক ভয়াবহ হামলার শিকার হয়েছে। হাদির মৃত্যুর ঘটনার সঙ্গে...

জেলা থেকে রেশন দোকান! চার ধাপে নজরদারির পথে রাজ্য

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরও জোরদার করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারি গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে...