ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে তিনি বাংলার পুজো-পার্বণে অংশ নেন, ঠিক সেই ভাবেই সম্মান জানান বড়দিনের অনুষ্ঠানকেও। প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের আগে রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার রাত সাড়ে নটা নাগাদ বড়বাজারের পর্তুগিজ চার্চ (Church) ‘ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি’তে মধ্যরাতের প্রার্থনা সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ অন্যান্যরা। সেখানে আর্চ বিশপ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এরপর বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।


প্রার্থনা শেষে ফাদারের আশীর্বাদ নেন মমতা। প্রায় ঘন্টা খানিক সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মাদার মেরি ও প্রভু যিশুকে শ্রদ্ধা জানান। পাশাপাশি পুরো চার্চ ঘুরে দেখেন। এরপর নিজে সোশ্যাল মিডিয়া পেজে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি সকলের সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় প্রার্থনায় যোগ দিয়েছিলাম।” আগামী বছর সবার ভালো কাটুক- সেই শুভকামনাও জানিয়েছেন মমতা।


বাংলায় সমস্ত উৎসবকে গুরুত্ব দিয়ে পালনের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো-কালীপুজো-জগদ্ধাত্রীপুজো- ছট পুজোয় অংশগ্রহণ করেন। রেড রোডে (Red Road) ঈদের নমাজেও অংশগ্রহণ করেন। প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে গির্জায় ক্রিসমাসের বিশেষ ক্যারলে যোগ দেন মুখ্যমন্ত্রী। বাংলার সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য রক্ষার বিশেষ উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে বুধবার বিকেলে বড়দিন উপলক্ষ্যে স্যোশাল মিডিয়া পেজে নিজের লেখা, সুর দেওয়া গান পোস্ট করেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছে সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যবাসীকে ‘Merry Christmas’ জানান মুখ্যমন্ত্রী। নিজের স্যোশাল মিডিয়া পেজে মমতা লেখেন, “শান্তির দীপ এসো ঘরে ঘরে


তুমি প্রভু এসো হৃদয় জুড়ে…
সকলকে জানাই ‘Merry Christmas ‘

এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।” বাংলাজুড়ে বিভিন্ন প্রান্তে রাতে বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।


আরও পড়ুন – শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার


_

_

_
_


