বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ম্যাচেই রানের খাতা খোলার আগেই আউট হলেন রোহিত শর্মা(Rohit Sharma)। জয়পুরের মান সিং স্টেডিয়ামে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ০ রানে আউট হলেন হিটম্যান। ফলে সাত সকালে হতাশ হয়েই মাঠ ছাড়লেন ভক্তরা। তবে বেঙ্গালুরুতে বিরাট শো অব্যাহত থাকল।

বিজয় হাজারেতে খেলতে নেমেছেন ভারতীয় দলের একঝাঁক তারকা। তবে নজরে দুই মহারথী বিরাট ও রোহিত। প্রথম ম্যাচেই শতরান করে নজর কেড়েছিলেন দুই জনে। ফলে তাদের নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। বিরাট (Virat Kohli )শতরান না করলেও গুজরাতের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস খেললেন।

অন্ধপ্রদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে শতরান না এলেও দারুণ ব্যাটিং বিরাটের(Virat Kohli )। প্রথম ১০ বলেই দুটি চার এবং একটি ছক্কা হাঁকান। ঝোড়ো ইনিংস খেলে মাত্র ২৯ বলে অর্ধশতরান করেন কোহলি।এই ম্যাচে শতরান না পেলেও ১২৬.২৩ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি।এই ম্যাচে শতরান না পেলেও ১২৬.২৩ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি।
টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন ফলে ওডিআইতেই সীমাবদ্ধ কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন কোহলি।

অন্যদিকে বিরাট শো-র মধ্যেই ভক্তদের হতাশ করলেন রোহিত। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে রোহিত প্রথম বলেই বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন।

–

–

–

–

–


