ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। বিএলও সংগঠনের টানা বিক্ষোভ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে দফতরের নিরাপত্তা বাড়ানোর যে সুপারিশ করা হয়েছিল, শনিবার তা কার্যকর হয়েছে।

এসআইআর প্রক্রিয়া ঘোষণার পর থেকেই অতিরিক্ত কাজের চাপ-সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদে নামেন বুথ লেভেল অফিসাররা। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে অবস্থান-বিক্ষোভে বসে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পরিস্থিতি চরমে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা হলে সিইও দফতরের বাইরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ওই ঘটনার পরেই দফতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে সিইও দফতরে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা চালু করা হয়েছে। প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর চার থেকে পাঁচ জনের একাধিক দল দায়িত্বে থাকবে। সব মিলিয়ে একটি পূর্ণ সেকশন বাহিনী মোতায়েন থাকার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার দায়িত্ব মূলত সিআইএসএফ জওয়ানদের হাতে থাকছে বলে সূত্রের দাবি।
ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় সাধারণত ৮ থেকে ১১ জন সশস্ত্র জওয়ান থাকেন, সঙ্গে ১ থেকে ২ জন কম্যান্ডোও মোতায়েন থাকে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের ব্যক্তিগত নিরাপত্তাও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার বিষয়টি প্রশাসনিক স্তরে বিবেচনাধীন। শুনানি পর্ব শুরুর সঙ্গে সঙ্গেই সিইও দফতরে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন হওয়াকে প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পরিস্থিতির দিকে নজর রেখে আগামী দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে।

আরও পড়ুন- টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা

_

_

_

_

_
_


