রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়া যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর মিলেছে, নাম চন্দ্রশেখারম সুন্দরম। ঘটনাস্থলে পৌঁছে যানরেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।

রেল সূত্রে খবর রাত পৌনে একটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাতানুকূল বি ওয়ান এম টু কোচে যখন আগুন লাগে তখন একটি কোচে ৮২ জন অপরটিতে ৭৬ জন যাত্রী ছিলেন।রেলের তরফে জানানো হয়েছে, চলন্ত অবস্থাতেই ট্রেনটিতে আগুন লেগেছিল। তা দেখতে চালক দ্রুত ট্রেন থামান এবং জ্বলন্ত কামরা থেকে যাত্রীদের বার করার ব্যবস্থা করেন।ক্ষতিগ্রস্ত কামরাদু’টিকে মূল ট্রেন থেকে দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাকি কামরা নিয়ে ইঞ্জিন এর্নাকুলমের উদ্দেশে রওনা দেয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

–
–

–

–

–

–

–

–


