বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ডিসেম্বরের কনকনে আমেজ জানুয়ারির দ্বিতীয় সকালে খুব একটা নেই। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস । আগামী দুদিন উষ্ণতা বাড়বে তবে সপ্তাহের মাঝামাঝি ফের শীতের খেলা ঘুরতে পারে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশায় শুরু হয়েছে শুক্রের সকাল। পুরুলিয়ায় জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। অযোধ্যা পাহাড় চত্বরে কনকনে শীত। বাঁকুড়াতেও নিম্নমুখী উষ্ণতা। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের। কুয়াশার পাশাপাশি তুষারপাত চলবে।

–
–

–

–

–

–

–

–

