শীত বাড়তেই না বাড়তেই চওড়া হচ্ছে বার্ড ফ্লুর থাবা। দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দিনে কেরলের মূলত আলাপ্পুজা, কোট্টায়াম জেলায় বহু মুরগীর H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই অবস্থা তামিলনাড়ুতে।নামাক্কাল জেলায় বাড়ানো হয়েছে নজরদারি।

তামিলনাড়ুতে ডিম উৎপাদন বেশি হওয়ায় পোল্ট্রিতে নজর রাখা হচ্ছে। নিয়মিত মুরগিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বার্ড ফ্লুতে মূলত হাঁস-মুরগী আক্রান্ত হলেও এই ভাইরাসের প্রভাব পড়ে মানবদেহেও। যাতে বাড়াবাড়ি না হয় সেই পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

–
–

–

–

–

–

–


