Friday, January 2, 2026

মেশিন দিয়ে বাংলাদেশি খুঁজে বের করে যোগীরাজ্যের পুলিশ! পরিযায়ীদের হয়রানি জারি

Date:

Share post:

বাঙালি বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এতটাই প্রবল যে, যে কোনও পরিযায়ী শ্রমিকদের উপর যেকোনও ধরনের হয়রানি করতেও পিছপা হচ্ছে না উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpadesh Police)। সাধারণ দরিদ্র পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের (citizenship) কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের উত্তরপ্রদেশের প্রশাসনের হয়রানির শিকার হতে হচ্ছে। এবার উত্তরপ্রদেশ পুলিশের এক আধিকারিক দাবি করলেন, তাঁর কাছে এমন কোনও যন্ত্র রয়েছে যা দিয়ে কোনও ব্যক্তি বাংলাদেশের (Bangaldeshi) বাসিন্দা কিনা তা প্রমাণ হয়ে যাবে! নিছক হয়রানির জন্য উত্তরপ্রদেশ পুলিশ আধিকারিকের সাধারণ নাগরিককে ভয় দেখানোর এই ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও নিয়ে সাফাই দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ) নেট দুনিয়ায়।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (Gaziabad) শহরের বোয়াপুর বস্তি এলাকায় ডিসেম্বরের শেষ সপ্তাহে হানা দেয় স্থানীয় কৌশাম্বি থানার পুলিশ (Kaushambi police station)। তাদের সঙ্গে সিআরপিএফ (CRPF) যোগানরাও ছিল। বস্তির বাসিন্দাদের পরিচয়পত্র দাবি করে পুলিশ আধিকারিকরা। তাদের নেতৃত্বে ছিলেন স্থানীয় এসএইচও অজয় শর্মা (Ajay Sharma, SHO)। আর সেখানেই যন্ত্রের সাহায্যে বাংলাদেশি (Bangladeshi) নির্ধারণের ভুয়া হুমকি দিতে দেখা যায় এসএইচও অজয় শর্মাকে।

বোয়াপুর বস্তি এলাকায় বিহারের বহু পরিযায়ী শ্রমিকের (migrant labour) বসবাস। বিহারের আরারিয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেখানো নিয়ে শেষ পর্যন্ত হুমকির পথে যায় উত্তরপ্রদেশ পুলিশ। বারবার বস্তির বাসিন্দাদের থেকে জানতে চাওয়া হয় তাঁরা বাংলাদেশের বাসিন্দা কিনা। বাসিন্দারা নিজেদের বিহারের (Bihar) বাসিন্দা বলে পরিচয়পত্র দেখালেও চাপ দেওয়া হয়। পরিচয়পত্র দেখার পরেও এসএইচও অজয় শর্মা দাবি করেন, তাঁর পিঠে যে যন্ত্র লাগানো হচ্ছে তাতে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের বাসিন্দা।

আরও পড়ুন : বাসন্তীর জমি বিবাদের ভাইরাল ভিডিও নিয়ে অপপ্রচারের জবাব দিল রাজ্য পুলিশ

সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই ধরনের হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর সাফাইয়ের পথে যায় গাজিয়াবাদ পুলিশ (Gaziabad police)। দাবি করা হয় রুটিন মাফিক বস্তি এলাকায় বাসিন্দাদের পরিচয় যাচাই প্রক্রিয়া চলছিল। কিন্তু একবারও মিথ্যে হুমকির জন্য দুঃখ প্রকাশ করেনি উত্তরপ্রদেশ পুলিশ।

spot_img

Related articles

শিক্ষক নিয়োগ মামলা: প্রায় সাড়ে তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত (seize)...

এই হল বিজেপির হিন্দুত্ব! একের পর এক অডিও শুনিয়ে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের

”বাংলাদেশে যে নির্মমভাবে হিন্দুদের মারা যাচ্ছে, দীপু দাসকে খুন করা হয়েছে, তা দেখছেন। আর যার নেতৃত্বে হিন্দুদের মারা...

IWL: শক্তিশালী দলের বিরুদ্ধে দুরন্ত জয়, ইস্টবেঙ্গলের লক্ষ্য এবার দ্বিতীয় রাউন্ড

ইন্ডিয়ান উইমেন্স লিগে(IWL) জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের(East Bengal)। শুক্রবার ওডিশার দল নীতা এফএ-র বিরুদ্ধে ৫-০ গোলে জিতল লাল...

লালবাজারে পরম-যিশু-শ্রীকান্ত মোহতা: কুরুচিকর আক্রমণে পুলিশের দ্বারস্থ টলিউড

টলিউডে ট্রোলিংয়ের শিকার অভিনেতা থেকে পরিচালক-প্রযোজক পর্যন্ত। এই ঘটনা নতুন নয়। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও তাঁর...