বাঙালি বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এতটাই প্রবল যে, যে কোনও পরিযায়ী শ্রমিকদের উপর যেকোনও ধরনের হয়রানি করতেও পিছপা হচ্ছে না উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpadesh Police)। সাধারণ দরিদ্র পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের (citizenship) কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের উত্তরপ্রদেশের প্রশাসনের হয়রানির শিকার হতে হচ্ছে। এবার উত্তরপ্রদেশ পুলিশের এক আধিকারিক দাবি করলেন, তাঁর কাছে এমন কোনও যন্ত্র রয়েছে যা দিয়ে কোনও ব্যক্তি বাংলাদেশের (Bangaldeshi) বাসিন্দা কিনা তা প্রমাণ হয়ে যাবে! নিছক হয়রানির জন্য উত্তরপ্রদেশ পুলিশ আধিকারিকের সাধারণ নাগরিককে ভয় দেখানোর এই ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও নিয়ে সাফাই দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ) নেট দুনিয়ায়।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (Gaziabad) শহরের বোয়াপুর বস্তি এলাকায় ডিসেম্বরের শেষ সপ্তাহে হানা দেয় স্থানীয় কৌশাম্বি থানার পুলিশ (Kaushambi police station)। তাদের সঙ্গে সিআরপিএফ (CRPF) যোগানরাও ছিল। বস্তির বাসিন্দাদের পরিচয়পত্র দাবি করে পুলিশ আধিকারিকরা। তাদের নেতৃত্বে ছিলেন স্থানীয় এসএইচও অজয় শর্মা (Ajay Sharma, SHO)। আর সেখানেই যন্ত্রের সাহায্যে বাংলাদেশি (Bangladeshi) নির্ধারণের ভুয়া হুমকি দিতে দেখা যায় এসএইচও অজয় শর্মাকে।

বোয়াপুর বস্তি এলাকায় বিহারের বহু পরিযায়ী শ্রমিকের (migrant labour) বসবাস। বিহারের আরারিয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেখানো নিয়ে শেষ পর্যন্ত হুমকির পথে যায় উত্তরপ্রদেশ পুলিশ। বারবার বস্তির বাসিন্দাদের থেকে জানতে চাওয়া হয় তাঁরা বাংলাদেশের বাসিন্দা কিনা। বাসিন্দারা নিজেদের বিহারের (Bihar) বাসিন্দা বলে পরিচয়পত্র দেখালেও চাপ দেওয়া হয়। পরিচয়পত্র দেখার পরেও এসএইচও অজয় শর্মা দাবি করেন, তাঁর পিঠে যে যন্ত্র লাগানো হচ্ছে তাতে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের বাসিন্দা।
আরও পড়ুন : বাসন্তীর জমি বিবাদের ভাইরাল ভিডিও নিয়ে অপপ্রচারের জবাব দিল রাজ্য পুলিশ

সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই ধরনের হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর সাফাইয়ের পথে যায় গাজিয়াবাদ পুলিশ (Gaziabad police)। দাবি করা হয় রুটিন মাফিক বস্তি এলাকায় বাসিন্দাদের পরিচয় যাচাই প্রক্রিয়া চলছিল। কিন্তু একবারও মিথ্যে হুমকির জন্য দুঃখ প্রকাশ করেনি উত্তরপ্রদেশ পুলিশ।

–

–

–

–

–


