কলকাতার পথে যেভাবে প্রতি বছর ঘুড়ির চিনা মাঞ্জার কারণে প্রাণ দিতে হয় একের পর এক বাইক আরোহীকে, সেভাবেই দেশের একাধিক শহরে চিনা মাঞ্জার জন্য মৃত্যু হয় বাইক আরোহীদের (bikers)। এবার সেই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য অভিনব উদ্যোগ নিল হায়দ্রাবাদ শহরের পুলিশ (Hyderabad Police)। বাইক আরোহীদের দেওয়া হল বিশেষ গার্ড।

শহরতলি এলাকা বা কোনও উড়ালপুল বছরের বেশ কিছুটা সময় বাইক আরোহীদের জন্য মরণফাঁদ হয়ে ওঠে। চলতি বছরেও শহরে প্রাক্তন সেনা কর্মীর মৃত্যু হয়েছে উড়ালপুলের উপর চিনা মাঞ্জায় গলা কেটে। কোনওক্রমে প্রাণ বেঁচেছে মা ফ্লাইওভারের উপর ক্যানিংয়ের এক যুবকের। তবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে বাইকের সামনে সামান্য একটি ঢালের প্রয়োগে। আর সেটাই করে দেখালো হায়দ্রাবাদ পুলিশ।

আরও পড়ুন : মেশিন দিয়ে বাংলাদেশি খুঁজে বের করে যোগীরাজ্যের পুলিশ! পরিযায়ীদের হয়রানি জারি
সম্প্রতি তেলেঙ্গানার (Telengana) হায়দ্রাবাদ শহরের পুলিশের (Hyderabad Police) তরফ থেকে বাইক আরোহীদের লুকিং গ্লাসের সঙ্গে একটি করে উঁচু তারের বেড়া জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বাইকারের মুখের সামনে একটি প্রতিরোধকের কাজ করবে বেড়ার মতো এই তারের খাঁচা। অথচ কোনও প্লাস্টিকের দেওয়াল না থাকায় বাইক চালাতেও কোনও সমস্যা হবে না। বিনামূল্যে বাইকারদের এই বেড়া দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে খুশি নিজামের শহরের মানুষ।

–

–

–

–

–

–


