টলিউডে ট্রোলিংয়ের শিকার অভিনেতা থেকে পরিচালক-প্রযোজক পর্যন্ত। এই ঘটনা নতুন নয়। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও তাঁর স্ত্রীকে এক বছর আগে প্রায় এভাবেই ট্রোলিং ও কুরুচিকর মন্তব্যের শিকার হয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হতে হয়েছিল। এবার কার্যত গোটা টলিউড (tollywood) সেই কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে লালবাজারে কলকাতা পুলিশের দ্বারস্থ। বছরের দ্বিতীয় দিনেই লালবাজারে (Lalbajar) পরমব্রত-যিশু-আবির থেকে শ্রীকান্ত-স্বরূপদের চাঁদের হাট।

মূলত যে অভিযোগ তোলা হয়েছে অভিনেতা-পরিচালক-প্রযোজক-টেকনিশিয়ানদের তরফে, তা সোশ্যাল মিডিয়ায় বিকৃত ও কুরুচিকর পোস্ট ঘিরে। ফলে কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার সেলে (cyber cell)অভিযোগ দায়ের করতে কার্যত গোটা টলিউড শুক্রবার লালবাজারে হাজির। অভিযোগ সম্পর্কে জানানো হয়, অভিনেতা বা সিনেমা নিয়ে কাটাছেঁড়া একশোবার হতে পারে। ভালো লেগেছি বা লাগেনি, সেই মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে, শুধু সিনেদুনিয়ার মানুষ নন, সেটা রাজনীতিক, খেলোয়াড় সকলের ক্ষেত্রেই দেখেছি সমালোচনার ভাষায় শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কতটা খারাপ কথা লিখে বন্ধুদের কাছে বাহবা পাওয়া যায়? সেরকম একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে। আর সেটা করতে গিয়ে একজন মানুষকে ব্যক্তিগত আক্রমণ করার ক্ষেত্রেও যে শালীনতার সীমা বজায় রাখা সম্ভব, সেটা ঘুচে যাচ্ছে।

তবে এক্ষেত্রে বিশেষভাবে উঠে এসেছে অভিনেতা দেবের নাম। প্রশ্নের উত্তরে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস স্পষ্ট করেন, ইন্ডাস্ট্রি বনাম দেব, বিষয়টা এমন নয়। ইন্ডাস্ট্রি একজোট হয়ে পুলিশ কমিশনারকে (CP, Kolkata Police) অভিযোগ জানাল। বারবার একটি নাম উঠে আসছে কেন? যে কোনও শিল্পীদের ব্যক্তিগত আক্রমণ করা কিংবা ডেথ থ্রেট করা থেকে সাবধান হতে হবে।
স্পষ্টভাবে কলকাতা পুলিশের কাছে তুলে ধরা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, রিলস প্রভৃতি জনপ্রিয় প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে টলিউডের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে। শুধু তাই নয়, তাঁদের পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ ছবি, আপত্তিকর লেখা ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

আরও পড়ুন : ছ’ বছরের বিরতি ভেঙে উইন্ডোজের ছবিতে বড়পর্দায় কামব্যাক অর্জুনের

কলকাতা পুলিশ কমিশনার (CP, Kolkata Police) টলিউডের পক্ষে আসা শিল্পী ও কলাকুশলীদের অভিযোগ গ্রহণের পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলেও জানানো হয়। শিল্পীরা জানান, যে বা যারা অপরাধী তাঁদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।

–

–

–

–


