Wednesday, January 7, 2026

উত্তাল ভেনেজুয়েলা-ইরানে ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ, করা হচ্ছে যোগাযোগ

Date:

Share post:

ভেনেজুয়েলা এবং ইরানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। মূল্যবৃদ্ধি নিয়ে চলা আন্দোলনে উত্তাল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন দেশবাসী। এদিকে ভেনেজুয়েলায় (Venezuela) আমেরিকা বিমান হামলা চালানোর পরই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে মার্কিন ডেল্টা বাহিনী। বিমান হামলায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং বিদ্যুৎ গ্রিড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে ইরান এবং ভেনেজুয়েলা দুই দেশেই হাজার হাজার ভারতীয় আটকে পড়েছেন। ভারত সকল নাগরিকদের উদ্ধার করার জন্য এবং কীভাবে সেখানে নিজেদের সুরক্ষিত রাখা যায় তা নির্দেশিকা জারি করে বাতলে দিয়েছে।

ভারতীয় ছাত্র সংগঠনগুলি এবং ভারতীয় পড়ুয়ারা ইরানে হাজার হাজার শিক্ষার্থীর সুরক্ষার্থে ভারত সরকারের কাছে জরুরি আবেদন জানিয়েছেন। প্রায় ৩,০০০ ভারতীয় ডাক্তারি পড়ুয়া ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তাঁদের মধ্যে ২,০০০ জনই কাশ্মীরের বাসিন্দা। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ) শুক্রবার প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে ভারতীয় পড়ুয়াদের, বিশেষ করে কাশ্মীরের শিক্ষার্থীদের নিরাপত্তা, সুরক্ষার জন্য “জরুরি ও তাৎক্ষণিক হস্তক্ষেপের” অনুরোধ জানিয়েছে। আরও পড়ুন: ভেনেজুয়েলায় ট্রাম্প-আগ্রাসনে সরব তলসিমা: মার্কিন বিরোধী কবিতা পোস্ট

এদিকে কারাকাসে তুলনামূলকভাবে কম সংখ্যক ভারতীয় অভিবাসী থাকেন। ভারতীয় দূতাবাস ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয়দের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। এর মাধ্যমেই সব নির্দেশ সকলকে জানানো হয়েছে,”ভেনেজুয়েলার এই পরিস্থিতিতে ভারত জানিয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। আমরা উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারত ভেনিজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাই, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।
কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”

বিদেশমন্ত্রক জানিয়েছে,”ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় সব ধরনের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোনো কারণে ভেনেজুয়েলায় থাকা সকল ভারতীয়কে সতর্কতা অবলম্বন করার, তাদের চলাচল সীমিত করার এবং তাদের ইমেল আইডির মাধ্যমে কারাকাসে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশমন্ত্রকের প্রকাশিত মেল আইডি হল cons.caracas@mea.gov.in, এবং ফোন নম্বর +58-412-9584288।”

spot_img

Related articles

আনন্দপুরে নোনাডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন! এলাকায় আতঙ্ক

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বুধবার সন্ধ্যায় আনন্দপুরের নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন (massive fire in kolkata) লাগে।...

যুবভারতীর পরিবেশ পছন্দ হয়নি! পরোক্ষে বুঝিয়ে দিলেন মেসি

ভারত সফর সেরে ফিরে গিয়েছেন কয়েক সপ্তাহ আগে। কলকাতা  বাদ দিলে বাকি তিন  মাঠে অনু্ষ্ঠান ভালো ভাবে হয়েছে।...

এসআইআর ইস্যুতে বিজেপিকে নিশানা! SIR-এ বলি ওসমান মোল্লার পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক 

বিজেপির চক্রান্ত এবং নির্বাচন কমিশনের নির্লজ্জ পক্ষপাতিত্বের বলি হয়েছে বাংলার একাধিক মানুষ। বুধবার বালুরঘাটে গিয়ে SIR-এর অমানবিক চাপের...

সারমেয়দের মেজাজ কি বোঝা সম্ভব? প্রতিরোধই জরুরি: মন্তব্য সুপ্রিম কোর্টের

পথকুকুর কখন কামড়াবে বা আদৌ কামড়াবে কি না, তা মানুষের পক্ষে আগে থেকে বোঝা সম্ভব নয়। ফলে প্রতিরোধই...