Wednesday, January 7, 2026

হাওড়া–কাটোয়া শাখায় বিপর্যয়! প্যান্টোগ্রাফ ভেঙে ব্যাহত ট্রেন চলাচল 

Date:

Share post:

ট্রেনযাত্রা যেন ক্রমশই নিত্যযাত্রীদের কাছে বিভীষিকায় পরিণত হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার জেরে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রবিবার সন্ধ্যায় ফের হাওড়া–কাটোয়া শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল।

রেল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাঁশবেড়িয়া স্টেশনে ঢোকার আগেই একটি আপ কাটোয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। আচমকা দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এর জেরে আপ ব্যান্ডেল ও আপ কাটোয়া লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে কয়েকটি ট্রেন মাঝপথেই আটকে পড়ে।

চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে একটি আপ কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল আটকে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। একই সময়ে ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ে হাওড়া–বর্ধমান মেন লোকালও। প্ল্যাটফর্মে ও ট্রেনের ভিতরে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

হঠাৎ ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন আটকে রয়েছে, কিন্তু স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এক যাত্রী বলেন, হাওড়া থেকে কাটোয়া যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে গেল। পরে শুনলাম তারে কোনও সমস্যা হয়েছে। কখন চলবে বা কী ভাবে গন্তব্যে পৌঁছব, কিছুই জানা নেই। ঘটনার পর রেল কর্মীরা প্যান্টোগ্রাফের ত্রুটি সারানোর কাজে হাত দেন। যদিও দীর্ঘ সময় ধরে পরিষেবা ব্যাহত হওয়ায় সন্ধ্যার ব্যস্ত সময়ে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রেলের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠল।

আরও পড়ুন – বিশ্ব ইজতেমা ঘিরে হুগলিতে জনসমুদ্র! সক্রিয় স্বাস্থ্য দফতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO)...

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি...

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...