Friday, January 9, 2026

কেকেআরের থেকে চুক্তির টাকা পাবেন মুস্তাফিজুর? জেনে নিন আইপিএলের নিয়ম

Date:

Share post:

মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahaman )নিয়ে বিতর্ক চরমে। মোটা অঙ্কে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কেকেআর(KKR)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মুস্তাফিজুরকে (Mustafizur Rahaman)দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই(BCCI)। এর পরই বিতর্ক চরমে উঠে। কিন্তু ৯.২০ কোটি টাকা পাবেন মুস্তাফিজুর? আইপিএলের নিয়ম কী বলছে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএল(IPL) নিলামের নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি নির্দিষ্ট অঙ্কে কোনও ক্রিকেটারকে নিলামে দলে নেয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থ ‘লক’ হয়ে যায়।  ক্রিকেটারকে তাঁর প্রাপ্য অর্থ দিতে ফ্র্যাঞ্চাইজি বাধ্য থাকবে। সাধারণত মরশুম শুরুর আগেই নিলামের দামের ১৫ শতাংশ অর্থ ক্রিকেটারকে দিয়ে দেওয়া হয়।

দলে নেওয়ার পর যদি সংশ্লিষ্ট ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে দেয় বা তিনি চোট পান, তাহলেও চুক্তির পুরো টাকাই পাবেন ক্রিকেটার। মুস্তাফিজুরের পক্ষে এই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তিনি চোট পাননি বা দল থেকে বাদও দেয়নি। টুর্নামেন্ট শুরুর আগেই তাঁকে বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিয়েছে কেকেআর।

সংবাদসংস্থা পিটিআইকে আইপিএলের এক কর্তা জানিয়েছেন, ‘‘আইপিএলের সব ক্রিকেটারের বেতন বিমার আওতায় থাকেন। বিদেশিদের কেউ শিবিরে যোগ দেওয়ার পর বা প্রতিযোগিতা চলাকালীন চোট পেলে ফ্র্যাঞ্চাইজি টাকা দেয়। বিমা থেকে ৫০ শতাংশ পর্যন্ত দেওয়া হয়। ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই নিজেরাই এই টাকা দেয়। কিন্ত মুস্তাফিজুরের পরিস্থিতি ভিন্ন। তিনি বিমার আওতায় পড়ছেন না। ফলে তাঁকে টাকা দিতে বাধ্য নয় কেকেআর।

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...