বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) অপরিকল্পিত এসআইআরের (SIR ) মাশুল দিচ্ছে বাংলার মানুষ। আতঙ্কের জেরে ফের এক আত্মহত্যার খবর।রায়গঞ্জের বাসিন্দা বাবলু পাল (Bablu Pal), পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। দিন কয়েক আগে এসআইআর শুনানির নোটিস (SIR hearing notice) পান। তারপর থেকেই দেশ ছাড়া হওয়ার আতঙ্ক ঘিরে ধরে তাঁকে। অবসাদে ডুবে গেছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে চরম সিদ্ধান্ত নেন। বাড়ি থেকে কিছুটা দূরে আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা।

মৃতের পরিবারের সদস্যরা বলছেন SIR শুনানির ডাক পাওয়া থেকেই যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন বাবলু। হাজিরা দেওয়ার পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর সুইসাইড নোটে এই কথা উল্লেখ রয়েছে বলেও দাবিও করা হচ্ছে। বাবলুর স্ত্রী বলছেন এই মৃত্যুর জন্য একমাত্র নির্বাচন কমিশন দায়ী, তাই তাদেরকে এই পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে। খবর পাওয়ার পরই বাবলুর বাড়িতে যান রায়গঞ্জের বিধায়ক।

–
–

–

–

–

–

–

–


