Saturday, January 10, 2026

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

Date:

Share post:

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার। মোট ১ কোটি ১৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই সংস্থাগুলির জন্য। বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন ক্রীড়াজগতের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে।

রাজ্য সরকারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, সভাপতি দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার, মহমেডান সচিব রাজু আহমেদ, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানের মঞ্চ থেকেই ক্রীড়া প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। সম্প্রতি দেশের দুই ঐতিহ্যশালী ফুটবল ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হোঁচট খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আমার ধন্যবাদ কলকাতার তিনটি ক্লাবকে—যাদের নাম নাকি দিল্লির স্পোর্টস মিনিস্টার ঠিক করে উচ্চারণই করতে পারেন না।’’

এর পরেই মুখ্যমন্ত্রী নাম করে উল্লেখ করেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) বলেন, এই তিনটি ক্লাবই আইএসএল-এ (ISL) অংশগ্রহণ করতে চলেছে এবং তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে শুভকামনা রইল। ‘‘আমি চাইব, ওরা ভালো করে লড়াই করুক, জিতে আসুক,’’ বলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে ক্রীড়ামহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ও ক্লাব সংস্কৃতিকে আরও শক্তিশালী করার বার্তাই এই মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...