কয়েক মাস পরই শুরু হবে আইপিএল(IPL)। নিলামে সব দলই ঘর গুছিয়ে নিয়েছে। আসন্ন আইপিএলে(IPL) চিন্নাস্বামী স্টেডিয়ামেও (Chinnaswamy Stadium) নাও খেলতে পারে আরসিবি (RCB)। সব ঠিক থাকলে আগামী মরশুমে বিরাট কোহলিদের (Virat Kohli)‘হোম গ্রাউন্ড’ হতে চলেছে ছত্তিশগড়ের রায়পুর।

গত বছর আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশন চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। কর্নাটক সরকার আইপিএল আয়োজনের অনুমতি দিলেও, আরসিবি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে তারা আর বেঙ্গালুরুতে খেলতে আগ্রহী নয়।

যদিও মাঠ নির্বাচনের ক্ষেত্রে আরসিবির প্রথম পছন্দ ছিল পুণে। কিন্তু সেই মাঠটি রাজস্থান রয়্যালস আগেভাগেই চূড়ান্ত করে রাখায় বিকল্প খুঁজতে শুরু করে বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়ামকেই বেছে নিয়েছে তারা। আধুনিক সুযোগ-সুবিধা এবং বড় টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা থাকায় রায়পুরকেই এখন নিজেদের নতুন দুর্গ বানাতে চাইছে ‘বিরাট’ ব্রিগেড।
গত বছর চিন্নাস্বামী স্টেডিয়ামের গেটে ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা যান ১১ জন সমর্থক, জখম হন অন্তত ৪৭ জন। কর্নাটক হাই কোর্ট এই ঘটনায় কড়া অবস্থান নিলেও কর্নাটক ক্রিকেট সংস্থা ও রাজ্য সরকারের মধ্যে শুরু হয় কাদা ছোড়াছুড়ি। এই নিয়ে অনেক আইনি জটিলতা হয়।

এই পরিস্থিতিতে ‘অভিশপ্ত’ স্টেডিয়ামে পা রাখতে চাইছে না বরং নিজেদের ঘরের মাঠ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আরসিবি (RCB)। এমনকি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বারবার আশ্বস্ত করেছেন যে চিন্নাস্বামীতেই খেলা হবে। কিন্তু আরসিবি কর্ণাটক সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নতুন স্টেডিয়াম বেছে নিয়েছে।

–

–

–

–

–


