আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই নয় অনলাইন ডেলিভারিও (Online Delivery) নিষিদ্ধ করল বিজেপি সরকার। অযোধ্যা প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে রামমন্দিরের চারপাশের ১৫ কিলোমিটার এলাকার মধ্যে আমিষ খাবার (Non-Veg Food) সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ অযোধ্যায় বেড়াতে গেলে যাঁরা মন্দিরের আশেপাশে হোটেল বা হোমস্টেতে থাকবেন তাঁরা কী খাবেন এখন সেটাও বিজেপি সরকার নিয়ন্ত্রণ করে দেবে!

দেশজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় হস্তক্ষেপ করতে চাইছে মোদি-শাহ নিয়ন্ত্রণাধীন বিজেপি। কোথাও পোশাক বিধি চালু করা হচ্ছে তো কোথাও মানুষের খাবারে নিষেধাজ্ঞা চাপিয়ে স্বৈরাচারী শাসন চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির (BJP) সরকার। নির্বাচনের আগে ঘটা করে রামমন্দির নির্মাণ করেও অযোধ্যায় হারতে হয়েছিল মোদিকে। যত সময় এগিয়েছে ততই এ রাজ্যের পর্যটন ব্যবস্থা গ্রাফ নিম্নমুখী। এবার খাবারের উপর ফতোয়া জারি করে সাধারণ মানুষ থেকে পর্যটকদের মধ্যে চাপ তৈরি করতে চাইছে প্রশাসন, অভিযোগ করছেন বিরোধীরা। অযোধ্যার কিছু হোটেল ও হোমস্টে-তে অতিথিদের নন-ভেজ খাবার সরবরাহের খবর পেতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কড়া বার্তা পাঠিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে লোকসানের আশঙ্কা করছে ফুড ডেলিভারি সংস্থাগুলোও।

–
–

–

–

–

–

–

–


