মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM) নীতির বিরোধিতায় দল ছেড়েছিলেন। জন্ম হয়েছিল পিডিএস-এর (PDS)। এরপর সিঙ্গুর আন্দোলনেও সিপিআইএম-এর বিরোধিতা। তাঁর প্রয়াণে ‘নিজের কাউকে’ হারানোর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

পিডিএস গঠন করে সিপিআইএম-এর নীতির ভুল সেই সময়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সমীর পুততুণ্ড। তাঁর সঙ্গী ছিলেন সেই সময়ের আরেক ঠোঁটকাটা নেতা সইফুদ্দিন চৌধুরি (Saifuddin Choudhury)। ২০০১ সালে দুজনে গঠন করেছিলেন পার্টি অফ ডেমোক্রাটিক সোশ্যালিসম (PDS)। সিপিআইএমের ভুল ধরে দল থেকে বহিষ্কারের ভয় পাননি দুই বিদ্রোহী নেতা।

দলের মধ্যে বিদ্রোহ শুধু নয়, সিপিআইএম-এর জনবিচ্ছিন্ন হয়ে পড়াকেও সেই সময় চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছিল সমীর-সইফুদ্দিনের (Samir Putatunda Saifuddin Choudhury) পিডিএস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রাম আন্দোলনে তাঁদের সরব হওয়ায় তারই ইশারা ছিল। সিঙ্গুর আন্দোলনেও দাঁড়িয়েছিল পিডিএস।
সইফুদ্দিন চৌধুরি প্রয়াত বেশ কয়েক বছর। পিডিএস-এর লাগাম স্ত্রী অনুরাধা পুততুণ্ডর সঙ্গে শক্ত হাতেই ধরে রেখেছিলেন সমীর পুততুণ্ড। তবে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন : পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।

একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি।
অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।
— Mamata Banerjee (@MamataOfficial) January 11, 2026
–

–

–



