এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার হল নবতম সংযোজন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় নথি যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক (ক্লাস টেন) অ্যাডমিট কার্ডকে (Madhyamik Admit Card) বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার রাজ্য সরকারের প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআর-এ যাচাইয়ের জন্য নির্ধারিত বৈধ নথির তালিকায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড(Madhyamik Admit Card) নেই। ফলে এই নথিকে গ্রহণ করার প্রস্তাব অনুমোদন করা যাচ্ছে না।
নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মার সই করা চিঠিতে উল্লেখ রয়েছে, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা এসআইআর সংক্রান্ত নির্দেশিকাতেই কোন কোন নথি পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হবে, তার স্পষ্ট তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত নয়। তাই রাজ্যের পাঠানো প্রস্তাব ‘গ্রহণযোগ্য নয়’ বলে মত দিয়েছে কমিশন ।

প্রসঙ্গত, এসআইআর(SIR) প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারকে নথি জমা দিয়ে পরিচয় যাচাই করতে বলা হচ্ছে। বিশেষ করে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম শ্বংসাপত্র বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই কারণেই রাজ্যের তরফে কমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল, মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে এসআইআর-এ বৈধ নথির তালিকায় অন্তর্ভুক্ত করতে। কিন্তু কমিশন সেই প্রস্তাবে সায় দেয়নি।

প্রশাসনিক মহলের মতে, কমিশনের এই সিদ্ধান্তে এসআইআর প্রক্রিয়ায় নথি জমা দেওয়া নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। কারণ বর্তমানে সময়ে জন্ম শ্বংসাপত্রের পর সব থেকে গুরুত্বপূর্ণ নথি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কারণ এই নথি থেকেই ভোটার কার্ড হয়।

–

–

–

–
–


