Thursday, January 15, 2026

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে না পারার অভিযোগ উঠেছে। সেই বাস্তব পরিস্থিতির মাঝেই পড়ুয়াদের স্বশিক্ষায় উৎসাহ দিতে বড় উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দফতর। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBBSM)-এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য অডিও-ভিজ্যুয়াল নানা মডিউল তৈরি করে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে তুলে দেওয়া হয়েছে।
শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, সরকারি ও সরকার-অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের অভিজ্ঞ বিষয়শিক্ষকদের নিয়ে এই ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ৪০৪টি ই-লার্নিং রিসোর্স প্রস্তুত ও আপলোড করা হয়েছে, যা ৩৮৭টি বিষয় নিয়ে তৈরি করা হচ্ছে। দফতরের এক আধিকারিক জানান, এটি চলমান প্রক্রিয়া—আগামী দিনে আরও নতুন কনটেন্ট যুক্ত হবে।

প্রতিটি শ্রেণির জন্য বিষয়ভিত্তিক আলাদা ভিডিও তৈরি করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি হয়েছে মাধ্যমিক স্তরের জন্য। দশম শ্রেণির জন্য ১১৩টি এবং নবম শ্রেণির জন্য ১০৯টি ই-কনটেন্ট প্রস্তুত হয়েছে। একাদশ শ্রেণির জন্য রয়েছে ৫৬টি এবং দ্বাদশ শ্রেণির জন্য ৪৩টি কনটেন্ট। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরেও ধাপে ধাপে সামগ্রী যুক্ত করা হয়েছে—তৃতীয় শ্রেণিতে ৭টি, চতুর্থ শ্রেণিতে ২টি, পঞ্চমে ৬টি, ষষ্ঠে ১০টি, সপ্তমে ১৪টি এবং অষ্টম শ্রেণিতে ২৪টি কনটেন্ট আপলোড করা হয়েছে। এই ভিডিওগুলি বাড়িতে অভিভাবকদের মোবাইল ফোনে দেখে পড়াশোনা করা যাবে। পাশাপাশি যেসব স্কুলে স্মার্ট ক্লাসরুম রয়েছে, সেখানে ক্লাস চলাকালীনও এই কনটেন্ট দেখিয়ে পড়ানো সম্ভব হবে। আরও পড়ুন: রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

পিবিবিএসএম-এর রাজ্য প্রকল্প অধিকর্তা জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন, যাতে এই ডিজিটাল সামগ্রী ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া হয়। অভিভাবক-শিক্ষক বৈঠকে এই কনটেন্ট নিয়ে আলোচনা করা, স্কুলে নোটিস বোর্ডে প্রদর্শন এবং শ্রেণিকক্ষে ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবহারের অভিজ্ঞতা ও পরামর্শ সংগ্রহ করে মিশনের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ‘বাংলার শিক্ষা ক্লাসরুম’ প্রকল্পটি পিবিবিএসএম-এর একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল শিক্ষা উদ্যোগ। লক্ষ্য—রাজ্যের পাঠ্যক্রম অনুযায়ী বিনামূল্যে, সমান সুযোগে এবং সহজলভ্যভাবে মানসম্মত ডিজিটাল শিক্ষাসামগ্রী ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া। শিক্ষা মহলের মতে, এসআইআর-এর প্রশাসনিক চাপে বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের ঘাটতি তৈরি হওয়ার প্রেক্ষিতে এই উদ্যোগ পড়ুয়াদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে কার্যকর ভূমিকা নেবে।

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...