Friday, January 16, 2026

আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়, মহাকাল মন্দির ঘিরে উন্নয়ন শিলিগুড়ির: শিলান্যাসে দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথা দিলে কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের পরিষেবা থেকে বিনোদনে বারবার তা প্রমাণিত। পর্যটন ও মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষাতেও তিনি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ, তার প্রমাণ তিনি দিয়েছেন দিঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে। এবার সেই প্রতিশ্রুতি রক্ষার পালা শিলিগুড়ির (Siliguri) ক্ষেত্রে। মহাকাল মহাতীর্থ (Mahakal Mahatirtha) মন্দিরের শিলান্যাসের (foundation stone laying) মধ্যে দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।

শিলিগুড়ির মাটিগাড়ার লক্ষ্মী টাউনশিপ এলাকায় ১৭.৪১ একর জমির উপর যে মন্দিরের শিলান্যাস শুক্রবার মুখ্যমন্ত্রী করলেন সেখানে ১ লক্ষ পুণ্যার্থী একসঙ্গে প্রবেশ করতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন, এটি পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষণ করবে। বাংলার শিল্প সংস্কৃতি, দেশের শিল্প সংস্কৃতি, আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি। বাংলাকে এক নম্বর করব। পাহাড়ের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে সমতলের গভীর বন্ধন আরও বেশি সংঘবদ্ধ হবে ও সুন্দর হবে।

যেভাবে এই মন্দিরকে কেন্দ্র করে শিলিগুড়ির পর্যটন শিল্প নতুন দিশা দেখবে তা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখানে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে। এই অঞ্চলকে আমরা গ্লোবাল ট্যুরিজম হাব হিসাবে গড়ে তুলব। ধর্মীয় পর্যটন (religious tourism) ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার আরও একটি প্রধান কেন্দ্র হিসাবে এখানে গড়ে উঠবে। শিলিগুড়ি (Siliguri) শুধু প্রধান ট্রানসিট কেন্দ্র (transit point) হিসাবে নয়, ধর্ম-তীর্থ-পর্যটন-ব্যবসা সবকিছুকে ব্যবহার করবে। সারাবছর ধরে স্থানীয় শিল্পী ও কারিগররা কাজ পাবেন। অনেক দোকানপাট তৈরি হবে। অনেক কর্মসংস্থান হবে। অনেক লোকালয়, হোটেল বাড়বে। বাণিজ্যে বসতে লক্ষ্মী-র মর্যাদা আপনারা পাবেন।

আরও পড়ুন : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

মন্দিরের বর্ণনা করতে মুখ্যমন্ত্রী তুলে ধরেন, ১০৮ ফুট উঁচু পেডেস্টাল ব্লকের উপর থাকবে দোতলা মহাকাল মিউজিয়াম ও সংস্কৃতি হল। দুটি নন্দীগৃহ থাকবে, পূর্ব ও পশ্চিমে। মন্দির চত্বরের সীমানা বরাবর ১২টি অভিষেক লিঙ্গ মন্দির। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে। দুটি প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে ১০ হাজার মানুষ প্রদক্ষিণ করতে পারবেন। চার কোণে চার দেবতা – দক্ষিণ-পশ্চিমে গণেশ, উত্তর-পশ্চিমে কার্তিক, উত্তর-পূর্ব শক্তি ও দক্ষিণ-পূর্বে নারায়ণ অধিষ্ঠান করবেন। দুদিকে দুটি সভামণ্ডপ, ৬ হাজারের বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন সেখানে। রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ড থাকবে, যেখান থেকে পবিত্র অভিষেকের জল নিতে পারবেন পুণ্যার্থীরা। এছাড়াও প্রসাদ বিতরণ কেন্দ্র, স্যুভেনির বিতরণ কেন্দ্র, ক্যাফেটেরিয়া, ডালা আর্কেড, পুরোহিতদের বাসস্থানের ব্যবস্থা এই চত্বরেই থাকবে।

spot_img

Related articles

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...

ISL: বেতন কমাচ্ছে একাধিক দল, দুই প্রধানের প্রস্তুতিতে জোর

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের...