শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই পরিবেশবান্ধব ১৩টি সিএনজি সরকারি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এই বাসগুলি চলবে দুর্গাপুর ডিপো থেকে। দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলাশাসক পন্নাভালাম এস, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ প্রশাসনের আধিকারিকরা।

এসবিএসটিসি সূত্রে জানা গেছে, দুর্গাপুর–কলকাতা, দুর্গাপুর–বহরমপুর, বর্ধমান–কলকাতা, বর্ধমান–করুণাময়ী, বর্ধমান–কৃষ্ণনগর, আসানসোল–কৃষ্ণনগর, আরামবাগ–কলকাতা, আরামবাগ–তারাপীঠ, বাঁকুড়া–সিউড়ি ও দুর্গাপুর–ঝাড়গ্রাম রুটে এই বাসগুলি চলবে। নতুন পরিষেবায় দুর্গাপুর ও পার্শ্ববর্তী জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রশাসনের।

পরিবহন শিল্পে বরাবরই জোর দিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়ক পথে যাতে দ্রুত মানুষ যাতায়াত করতে পারে সেই বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবারের বাস পরিষেবা দক্ষিণের জেলাগুলিতে পরিবহনের ক্ষেত্রে নয়া পালক জুড়ল।
–

–

–

–

–

–



