ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত রেল প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় এসে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে যে রেলপথে যুক্ত করার দাবি জানাবেন শনিবার, তা যে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে তা বলা বাহুল্য। আদতে তা বাংলার মানুষের কাজে লাগবে না। তবে যে পরিষেবা বাংলরা মানুষের কাজে লাগবে, শনিবার জলপাইগুড়িতে তারই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের (Jalpaiguri Circuit Bench) নতুন ভবন সুবিশাল ও পূর্ণাঙ্গ আকারে উদ্বোধন হতে চলেছে শনিবার।

শনিবার উদ্বোধনের আগে প্রশাসনের প্রস্তুতি জোরকদমে। জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সার্কিট বেঞ্চ চত্বর। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিরা। পাশেই অস্থায়ীভাবে বানানো হয়েছে মঞ্চ।

আরও পড়ুন : মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
সার্কিট বেঞ্চ ভবন নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের যাতে কলকাতায় ছুটতে না হয়, এজন্য জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উদ্বোধনের আগে তাই উন্মাদনা স্থানীয়দের মধ্যে, কারণ খুলে যাবে পরিষেবার নতুন দিগন্ত। শুক্রবার রাতে তাই প্রবল ঠাণ্ডা উপেক্ষা করেও দেখা যায়, স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা ভিড় করেন আলোয় সাজানো এই ভবন দেখতে।

–

–

–

–

–

–


