তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো-এ করেন আবেগে ভাসল বহরমপুর। শনিবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ (Road Show) বহরমপুরের রাস্তা মহানগরীর রাস্তার রূপ নেয়। তৃণমূলের সেনাপতিকে দেখতে উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। 

এদিন গাড়ির উপর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গাড়ির উপর থেকে জনতার উদ্দেশ্যে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানান উপস্থিত জনতা। প্রত্যুত্তর দেন অভিষেক। বারবার দাঁড়াতে হয় অভিষেককে। প্রিয়নেতাকে কেউ ছবি, কেউ ফুল উপহার দেন। 

পরে সেই ছবি পোস্ট করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“আজ বহরমপুরের রোড শো’য়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখে আমি আবেগমথিত। ঐতিহাসিক জেলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, বাংলার পবিত্র মাটি থেকে বিজেপির বিষবৃক্ষ সমূলে উৎখাত করবেন। তাঁরা সমবেতভাবে জানিয়েছেন, উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখতে মা-মাটি-মানুষের পাশে থাকবেন। আমি বহরমপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 
বাংলা ভাষায় কথা বললে ‘বাংলাদেশি’ আখ্যায়িত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। বাংলার ন্যায্য টাকা আটকে রেখেছে বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকার। এমনকি অপরিকল্পিত ‘এসআইআর’ করে হেনস্থা করা হচ্ছে বৈধ নাগরিকদের। এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করতে তৃণমূল কংগ্রেস প্রস্তুত। বৈধ নাগরিকদের ভোটাধিকার রক্ষার্থে এবং বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। স্বৈরাচারীদের ষড়যন্ত্র- সর্বধর্ম সমন্বয়ের বাংলায় কিছুতেই বাস্তবায়িত হবে না। বিভাজন সৃষ্টিকারী বাংলা-বিরোধীদের যোগ্য জবাব দিতে প্রস্তুত বাংলার মানুষ।
জয় বাংলা! জয় তৃণমূল!”


–

–

–

–

–

–


