সাম্প্রতিক সময়ে অনেকবার নরেন্দ্র মোদি ভাল বন্ধু, এমন কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বন্ধুত্বে যে চিড় ধরেছে সে কোথাও বুঝিয়ে দিতে বাকি রাখেনি যার ফলে ছয় মাসের বেশি সময় ধরে বিপুল পরিমাণ শুল্কের (tariff) বোঝা বইছে ভারত। তবে এবার প্যালেস্টাইন ইস্যুতে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিজের গুড বুকে রাখলেন ট্রাম্প (Donald Trump)। গাজা (Gaza) পুনর্গঠনে তৈরি কমিটিতে ডাক পেলেন মোদি।

ইজরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের শেষে যুদ্ধবিরতির ঘোষণার পর প্যালেস্টাইনের পুনর্গঠনের কাজ শুরু হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলি সেখানে আর্থসামাজিকভাবে সহযোগিতা করবে। তবে রাষ্ট্রসঙ্ঘ (United Nations) নয়। আমেরিকাই সেই রাষ্ট্র গঠনের দায়িত্ব, গোটা পৃথিবীর উপর দায়িত্ব ভাগ করে দেওয়ার কাজ নিজেই নিজের ঘাড়ে তুলে নিয়েছে।

আরও পড়ুন : পণবন্দি ও জেলবন্দি হস্তান্তর: গাজার পথে বন্দুক উঁচিয়ে হামাস, সরল ইজরায়েলের সেনা

এই পরিস্থিতিতে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠার কমিটি তৈরি হচ্ছে। তবে প্রাথমিকভাবে ভারতকে সেখানে ডাকা হয়নি। অবশেষে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার কথা উল্লেখ করে গাজা পুণর্গঠনে মোদিকে আমন্ত্রণ জানালেন তিনি। ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সেই চিঠি প্রকাশ্যে তুলে ধরেন।

.

.

.

.

.

.


