Monday, January 19, 2026

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! মৃত বহু, আহত শতাধিক

Date:

Share post:

দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুটি হাইস্পিড ট্রেনের সংঘর্ষে (Spain Train Accident) ২৭ বছর বয়সী চালকসহ মৃত্যু হয়েছে ৩৯ জনের। আহতের সংখ্যা প্রায় শতাধিক। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। শোক প্রকাশ করেছেন পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তে।

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে স্পেনের কর্ডোবা প্রদেশে। মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল ওই হাইস্পিড ট্রেনটি। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ঠিক সেই সময় ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল হুয়েলভাগামী আরেকটি ট্রেন। তখন দুই ট্রেনের গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ করতে না পারায় মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। তাঁদের অধিকাংশই ছিলেন স্পেনের নাগরিক, যারা সপ্তাহান্তের ছুটির পর মাদ্রিদে ফিরছিলেন। দুর্ঘটনার সময় ট্রেনে কতজন বিদেশি পর্যটক ছিলেন, তা এখনও সঠিক জানা যায়নি। আরও পড়ুন: নাবালিকাকে নির্যাতন CRPF কনস্টেবলের, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রক্ত: কটাক্ষ তৃণমূলের

দুর্গম ও নির্জন এলাকায় ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে অনেকটাই দেরী হয়েছে। তবে সবচেয়ে সমস্যা হয়েছে উদ্ধারকাজে। উদ্ধারকারী বিভাগের প্রধান ফ্রান্সিসকো কারমোনা জানিয়েছেন, “সমস্যা হল যে ট্রেনের পণ্যবাহী কামরাগুলো দুমড়ে গিয়েছে, পাতগুলোও তাই। তার মধ্যে আটকে রয়েছে মানুষ। জীবিতদের উদ্ধার করার জন্য আমাদের মৃতদেহ পেরিয়ে যেতে হচ্ছে। খুব কঠিন কাজ। অনেক কৌশল করতে হচ্ছে।” কিন্তু কীভাবে এত বড় দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে অবাক স্পেনের পরিবহণ মন্ত্রীও। পুলিশ রেড ক্রসের দল ও উদ্ধারকারী দলের তরফ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ট্র্যাকের পাতগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে।

এই দুর্ঘটনা সম্পর্কে সাংবাদিক বৈঠক করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি বলেন, এটা একটা অভিশপ্ত রাত। এই দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি যে অনেক কামরার অংশ ছিটকে গিয়ে পড়েছে অন্তত চার মিটার দূরে।

spot_img

Related articles

ভারত সফরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট, দিল্লি বিমানবন্দরে স্বাগত প্রধানমন্ত্রীর 

ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন। সোমবার দুপুরে দিল্লি বিমানবন্দরে তাঁকে...

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

দিল্লি হাই কোর্টে উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape case) দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সেঙ্গারের আবেদন খারিজ হয়ে গেল। কুলদীপ...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ইউটিউবে মুক্তি পেল ‘লক্ষ্মী এলো ঘরে’

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজে বদলে গিয়েছে বাংলার মানুষের জীবন। রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণ ও সামাজিক প্রকল্পের...

অবশেষে জেলমুক্তি, মেসিকাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু

গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে (Messi tour)চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে, এই ঘটনার জেড়ে গ্রেফতার করা হয়...