নির্বাচন কমিশনের গোটা প্রক্রিয়ায় শুরু থেকেই গোলমাল। বারবার এই অভিযোগ জানিয়ে এসেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার তা হাড়ে হাড়ে টের পেল বিজেপিও। এসআইআর শুনানিতে (SIR hearing) ডাক পেলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। স্পষ্টত তৃণমূলের তোলা অভিযোগ প্রমাণিত হওয়ার পরে সাফাই খুঁজতে ব্যস্ত বিজেপির মালপোয়া।

সাধারণ মানুষ থেকে নোবেলজয়ী অমর্ত্য সেন বাদ পড়েননি এসআইআর শুনানি থেকে। তৃণমূলের সাংসদ, মন্ত্রী থেকে বিধায়করা ডাক পাওয়ার পরে ব্যঙ্গ করতে ছাড়েনি বঙ্গ পদ্ম শিবির। তবে এবার আর তাদের মুখে উত্তর নেই। শুনানিতে ডাক পেলেন বিজেপির লোকসভার প্রার্থী স্বপন দাশগুপ্ত। মঙ্গলবারই বেলা ১১টায় তাঁকে বাসন্তী দেবী কলেজে শুনানির জন্য ডাকা হয়েছে।

আরও পড়ুন :ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

ভুল প্রক্রিয়ায় এসআইআর চলার জন্যই যে বিজেপি নেতারও হয়রানি, তাতে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে কমিশনের গাফিলতি ঢাকতে মাঠে বিজেপি মুখপাত্র অমিত মালব্য (Amit Malviya)। প্রশ্ন তুলেছেন, এবার তৃণমূল কি বলবে? আদতে এতে যে তৃণমূলের দাবিকেই সমর্থন করা হয়েছে, তা বোধহয় তিনি বুঝতে পারেননি।

–

–

–

–

–

–


