সরকারি ছুটি, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বুধের সকালে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের জেরে সেক্টর ফাইভে ব্যাহত যান চলাচল। টেকনো ইন্ডিয়ার সামনে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের। পুলিশের তরফ থেকে তাঁদের উঠে যাওয়ার অনুরোধ করা হলেও তাঁরা মানতে নারাজ। বুধবার স্বাস্থ্য ভবনে পরীক্ষা রয়েছে, ফলে সতর্ক রয়েছে প্রশাসন। ওয়েবেল মোড় থেকে নিক্কো পার্ক পর্যন্ত দ্বিমুখী রাস্তায় বন্ধ যান চলাচল। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

আশা কর্মীদের অভিযোগ এ দিন সকাল থেকেই বিভিন্ন স্টেশনে তাঁদের আটকানো হয়। বিভিন্ন স্টেশনে ট্রেন থেকে তাদের নামিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরপর আশা কর্মীরা শিয়ালদহ স্টেশনের বাইরে বসে পড়ে বিক্ষোভ দেখান। তারপর স্বাস্থ্য ভবনের দিকে রওনা দেন।ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিক, স্বাস্থ্যবিমা (Health Insurance), মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ (Death Compensation) চালুর দাবি রয়েছে আন্দোলনকারীদের। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে রাজ্য সরকার সব সময় আশা কর্মীদের পাশে আছে। তাঁদের সব ধরনের সুযোগ সুবিধা দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে। তারপরেও কোনভাবেই রাজনৈতিক প্ররোচনায় যাতে আশা কর্মীরা পা না দেন তা নিয়েও সতর্ক করেছিলেন তিনি। এরপরেও বুধবার সকাল থেকে জায়গায় জায়গায় আশা কর্মীদের বিক্ষোভের ছবি ধরা পড়েছে।

–

–

–

–

–

–

–

–


