Wednesday, January 21, 2026

ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

Date:

Share post:

ফের SIR শুনানির আতঙ্কে রাজ্যে একই দিনে একের পর এক মৃত্যুর অভিযোগ (SIR DEATHS)! উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ায় এক বৃদ্ধের মৃত্যুতে নতুন বছরে এই মহকুমায় এসআইআর সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে। মৃতের নাম সহর আলী মণ্ডল (৮৭)। মৃতের নাম একই ধরনের ঘটনা ঘটেছে জলপাইগুড়িতেও। সেখানে মারা গিয়েছেন মকবুল হক (৬১) নামের এক বৃদ্ধ।

জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত উত্তর মাদারতলা গ্রামের বাসিন্দা সহর আলী মণ্ডল (৮৭) এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের দাবি। বুধবার তাঁর দুই ছেলে ও দুই পুত্রবধূ-সহ পাঁচজনের বিডিও অফিসে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার আগের দিন মঙ্গলবার রাতেই আতঙ্কগ্রস্থ হয়ে হৃদরোগে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, হাড়োয়া ব্লক সভাপতি শফিক আহমেদ ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মণ্ডল। এটিএম আব্দুল্লাহ রনি কেন্দ্রীয় নীতি ও নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে মানুষের হয়রানির অভিযোগ তোলেন। আরও পড়ুন: পর্দার ‘মা’-এর বিরুদ্ধে মানসিক অভিযোগে ধারাবাহিক ছাড়লেন শিশুশিল্পী ‘লাট্টু’

একই দিনে জলপাইগুড়ি সদর–১ ব্লকের গারালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মকবুল হক। ২২ জানুয়ারির এসআইআর শুনানির নোটিশ পেয়ে চরম আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, সেই মানসিক চাপ থেকেই বুধবার হৃদরোগে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বুধবার মুর্শিদাবাদের ঘোষপাড়া সর্বপল্লিগ্রামের বাসিন্দা হাসিনা (৭০) বিবির মৃত্যু SIR আতঙ্কের জন্য হয়েছে বলে অভিযোগ। বৃদ্ধার ছেলে সাহিদুল মণ্ডলের অভিযোগ, বাড়ির কয়েকজন সদস্যের নামে SIR শুনানির নোটিশ আসায় আতঙ্কে ছিলেন বৃদ্ধা। বুধবার আতঙ্কগ্রস্থ হয়েই মৃত্যু হয় বৃদ্ধার।

spot_img

Related articles

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন...

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে...

কমিশনের প্রতিশোধ! চার সরকারি আধিকারিককে নিয়ে পদক্ষেপের আপডেট দাবি

সুপ্রিম কোর্টে চরম হেনস্থার মুখে নির্বাচন কমিশন। সৌজন্যে বাংলা। কতখানি ভুল পথে ও অপরিকল্পিতভাবে বাংলায় এসআইআর প্রক্রিয়া চালালো...

জেতার তিনমাসের মধ্যে রেলের দাবি নিয়ে দিল্লি যাব: পুরুলিয়ায় আশ্বাস অভিষেকের

কলকাতা-পুরুলিয়া কিংবা পুরুলিয়া-হাওড়া রুটে রেলের অস্বাভাবিক দেরি এবং নতুন কোনও রেল প্রকল্প না আসায় স্থানীয় বিজেপি সাংসদকে পুরুলিয়ার...