জয় দিয়েই সন্তোষ ট্রফির(Santosh Trophy) যাত্রা শুরু করল বাংলা। প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল। বাংলার(Bengal) হয়ে গোল করেন রবি হাঁসদা, সায়ন বন্দ্যোপাধ্যায়, আকাশ হেমরাম এবং আকিব নবাব।

গতবার যেখানে শেষ করেছিলেন চলতি বছরে সেখান থেকেই শুরু করল বঙ্গ ব্রিগেড। হোটেল থেকে মাঠের দূরত্ব ৮০ কিমি। ফলে দুপুরে ম্যাচ হলেও সকালেই বেরিয়ে পড়তে হয় বাংলার ফুটবলারদের। পথের ক্লান্তির কোনও ছাপ বাংলা দেখা গেল না। বাংলা দল আছে ডিব্রুগড় জেলায় অন্যদিকে, লখিমপুর জেলার ঢেকুয়াখানার মাঠে খেলতে হয় বাংলাকে। মূল মাঠে অনুশীলন তো দূরের কথা দেখারই সুযোগ পাইনি বাংলা(Bengal)। তবে প্রতিপক্ষ দলের খেলার ভিডিও দেখে রণকৌশল তৈরি করেন সঞ্জয় সেন।


প্রথম মিনিটেই গোলের দরজা খোলেন রবি হাঁসদা। ৩৩ মিনিটে দুরন্ত হেডে গোল করে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথমার্ধ শেষে বাংলা এগিয়ে ছিলেন ২-০ গোলে। ৪৮ মিনিটে আকাশ হেমব্রমের গোলে স্কোর লাইন হয় ৩-০। শেষ গোলট্ করেন আকিব নবাব। ৩ পয়েন্ট সঙ্গে চার গোলের লিড পেল বাংলা।


সন্তোষ ট্রফির(Santosh Trophy)প্রথম ম্যাচে তামিলনাড়ুর কাছে ০-১ হেরেছে অসম ।২৩ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের মুখোমুখি হচ্ছে বাংলা। এরপর ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচে রাজস্থান এফসি-র মুখোমুখি হবে বাংলা। ২৮ জানুয়ারি বাংলা-তামিলনাড়ু ম্যাচ। ৩০ জানুয়ারি বাংলা-অসম ম্যাচ। মোট ১২টি দলকে ছ’টি করে দুটি গ্রুপে রাখা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ চারটি দল নকআউট পর্বে জায়গা করে নেবে।

ম্যাচ জয়ের পর বাংলা কোচ সঞ্জয় বলেন, যেভাবে ফুটবলারদের খেলতে বলেছিলাম সেইভাবেই খেলেছে। আড়াই ঘণ্টার পথ পেরিয়ে ম্যাচ খেলাটা সহজ নয়। যাতায়াত নিয়ে পাঁচ ঘণ্টা পথ পেরিয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার খেলতে হবে। এটা মুখে কথা নাকি?”

–

–

–

–

–


