রাজ্যের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) নিয়োগ নিয়ে নির্দেশ দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজিপি এমপ্যানেলমেন্ট সংক্রান্ত প্রস্তাব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (UPSC) কাছে পাঠাতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার ও ইউপিএসসি-কে দ্রুত এবং সময়সীমর মধ্যে প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে CAT।

৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি-র (DGP) পদ থেকে অবসর নেওয়ার কথা রাজীব কুমারের (Rajiv Kumar)। আগের স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য। স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্যের তরফে দেওয়া পুলিশকর্তাদের নামের তালিকা কেন্দ্রের ফেরত পাঠায়। ইউপিএসসি তরফে জানানো হয়, স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে ওই প্যাীনেল পাঠাতে হত। ২০২৩ সালে ডিসেম্বর মাসে মনোজ মালব্য (Manoj Malavya) অবসর নেন। সেই সময়কে ‘ডেট অফ ভেকেন্সি’ ধরেছে ইউপিএসসি। সে বছরের ২৭ ডিসেম্বর রাজ্য প্যানেল পাঠিয়েছিল। কিন্তু ইউপিএসসি তার আগের সেপ্টেম্বর মাসকে প্যা নেল পাঠানোর যোগ্যয সময় নির্ধারিত করেছে।

১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার তথা রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব রাজেশ কুমারের আবেদনের শুনানিতে এই নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল। ক্যাটের অভিযোগ, প্রশাসনিক গাফিলতি বা দেরির কারণে কোনও যোগ্য অফিসারের ‘অধিকার’ কোনওভাবেই খর্ব করা যায় না।
আরও খবর: কোনও নেতার জন্য তৃণমূলের থেকে মুখ ঘোরাবেন না: বার্তা অভিষেকের, পুরুলিয়ায় ৯-০ করার ডাক

এখন CAT নির্দেশ, ২৩ জানুয়ারির মধ্যে বা তার আগে ইমেল বা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-র কাছে ডিজিপি পদের জন্য তালিকাভুক্তির প্রস্তাব পুনরায় জমা দিতে হবে রাজ্য সরকারকে। কারণ ইউপিএসসি-কে ২৮ জানুয়ারি বা তার আগে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে। সেই নির্দেশিকা অনুসারে প্যানেল প্রস্তুত করে তা ২৯ জানুয়ারি বা তার আগে তা রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। যত দ্রুত সম্ভব প্রাপ্ত প্যানেল থেকে ডিজি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। ১১ মার্চ মামলার পরবর্তী শুনানি।

–

–

–

–

–

–


