কলকাতা-পুরুলিয়া কিংবা পুরুলিয়া-হাওড়া রুটে রেলের অস্বাভাবিক দেরি এবং নতুন কোনও রেল প্রকল্প না আসায় স্থানীয় বিজেপি সাংসদকে পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জ্যোতির্ময় সিং মাহাতকে নিশানা করে তিনি বলেন, মোদি সরকারের ১১ বছরে সাংসদ হিসেবে তিনি জেলার জন্য কী করেছেন? চক্রধরপুর এক্সপ্রেস বা পুরুলিয়া এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন নিয়মিত ৮-১০ ঘণ্টা দেরিতে চলে। আরও পড়ুন: WBCS আধিকারিকদের পদোন্নতিতে বিশেষ উদ্যোগ রাজ্যের

একটা ট্রেনই যদি সময়ে হাওড়া পৌঁছাতে না পারে, তা হলে এত বছরে সাংসদ কী করলেন?— এই প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। এর পরই তিনি পুরুলিয়াবাসীকে আশ্বস্ত করে বলেন, রাত ১০টার ট্রেন পরের দিন ভোরে পৌঁছনো— এটা আর বরদাস্ত করা হবে না। আমি কথা দিচ্ছি, এবার তৃণমূল সরকারে আসলে তার তিন মাসের মধ্যে ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে পুরুলিয়ায় ট্রেনের সমস্যার সমাধান করব।

–

–

–

–

–

–

–

–

