Wednesday, January 21, 2026

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

Date:

Share post:

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। অর্থ দফতরের অধীন রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ অধিদফতরের মাধ্যমে এই নতুন পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রগুলির নাম হবে ‘ইন্টেলিজেন্ট রেকর্ড আর্কাইভাল সেন্টার’।

রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসে ছড়িয়ে থাকা বহু পুরনো ও মূল্যবান নথিকে একত্রিত করে সুরক্ষিত ও সুসংগঠিতভাবে সংরক্ষণ করাই এই তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার মূল উদ্দেশ্য। বর্তমানে বহু অফিসে কয়েক দশক পুরনো দলিল সীমিত জায়গায় হাতে-কলমে সংরক্ষিত রয়েছে। ফলে নথি নষ্ট হওয়ার ঝুঁকি যেমন রয়েছে, তেমনই প্রয়োজনের সময়ে দ্রুত তা খুঁজে পেতে সমস্যায় পড়তে হয় অফিসগুলিকে।

প্রশাসনের বক্তব্য, নতুন আর্কাইভাল সেন্টার চালু হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। প্রতিটি জেলায় রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ অধিদপ্তরের যে ফিল্ড অফিস রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা নথি পর্যায়ক্রমে এই কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে স্থানান্তর করা হবে। বিপুল পরিমাণ নথি সংরক্ষণের জন্য পরিকল্পিত ও মানসম্মত পরিকাঠামো গড়ে তোলা হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা।

এই কেন্দ্রীভূত সংরক্ষণ ব্যবস্থার ফলে প্রশাসনিক কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি যাচাই, অডিট কিংবা আইনি প্রয়োজনে প্রয়োজনীয় নথি দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি রেজিস্ট্রেশন অফিসগুলির উপর চাপও কমবে, কারণ বারবার ফাইল সরানো কিংবা হাতে খোঁজার প্রয়োজন থাকবে না।

প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং সম্পূর্ণ কাজ শেষ হতে সময় ধরা হয়েছে ২৪ মাস। এই সময়ের মধ্যে যাতে পরিষেবা ব্যাহত না হয়, সে দিকেও বিশেষ নজর রাখার কথা জানিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের লক্ষ্য, রেজিস্ট্রেশন পরিষেবাকে আরও আধুনিক করে তোলা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নথিকে সুরক্ষিত রাখা। প্রশাসনিক মহলের ধারণা, নতুন এই তথ্যভাণ্ডার কেন্দ্র চালু হলে জমি ও সম্পত্তি সংক্রান্ত ব্যবস্থায় প্রযুক্তিগত রূপান্তরের আরও এক ধাপ অগ্রগতি ঘটবে।

আরও পড়ুন – কমিশনের প্রতিশোধ! চার সরকারি আধিকারিককে নিয়ে পদক্ষেপের আপডেট দাবি

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নন্দীগ্রাম গণধর্ষণের সাক্ষী অসুস্থ বৃদ্ধাকে গ্রেফতার CBI-এর, গদ্দারকে কটাক্ষ তৃণমূলের

নির্বাচনের আগে মোদি সরকারের এজেন্সি খেলা শুরু। এবার অভিযোগ সেমসাইডের। নন্দীগ্রামে (Nandigram) বিজেপির ইন্দুবালা দাসকে গ্রেফতার করল সিবিআই।...

‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’, নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা

বাংলার কুটির শিল্প ও হস্তশিল্পকে নতুন দিশা দিতে নিউ টাউন মেলা গ্রাউন্ডে পথ চলা শুরু করল রাজ্য সবলা...

এসআইআর নস্যাৎ করে রাষ্ট্রপতি শাসনের পথে নির্বাচন কমিশন! ষড়যন্ত্র ফাঁস বাংলাপক্ষ-র

সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল তিন দিনের মধ্যে রাজ্যের সমস্ত লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। আর সেই তালিকা...

বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ সম্মানে মিথ্যাচার মোদির! পর্দাফাঁস তৃণমূলের

সরকারি অনুদান, সরকারি প্রকল্প চুরি, বাংলার সংস্কৃতি অনুরাগী প্রমাণ – কোনও প্রচেষ্টাই ভোটের বাজারে বাকি রাখেন না প্রধানমন্ত্রী...