বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুললেন তুরস্কের অভিনেত্রী। শাহরুখ খানকে (Shahrukh Khan) ‘কাকু’ সম্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ার চর্চায় হান্দে এরচেল (Hande Ercel)। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত বলিউডের বাদশার সঙ্গে তাঁর ছবি ভাইরাল হওয়ার পরই অভিনেত্রী বলেছিলেন, তিনি শাহরুখের (SRK) সঙ্গে বসতে চাননি। ‘কে এই কাকুটা?’ বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দ্রুত গতিতে ছড়ায় সেই ভাইরাল স্ক্রিনশট। বিশ্বজুড়ে কিং অনুরাগীদের রোষানলে পড়ে অবশেষে নাম না করে কৃত্রিম বুদ্ধিমত্তার ঘাড়ে দোষ চাপিয়েছেন হান্দে। কটাক্ষের শিকার হয়ে কার্যত ব্যাকফুটে তিনি। মান বাঁচাতে বললেন, বলিউডের রোমান্টিক আইকনকে তিনি নাকি কোনভাবেই অপমান করেননি!

চিরতরুণ বাদশাকে ‘কাকু’ বলে সম্বোধন ভালোভাবে নেয়নি শাহরুখ ফ্যানেরা। ঘটনার পর থেকে লাগাতার ট্রোলড হতে হয় তুরস্কের অভিনেত্রীকে।অবশেষে সেই পোষ্টের স্ক্রিনশট শেয়ার করেএরচেল জানাালেন, “এই তথ্য সর্বৈব ভুয়ো। মোটেই আমি শাহরুখকে কাকু বলে সম্বোধন করিনি।” সোজাসুজি কিছু না বললেও অভিনেত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার দিকেই আঙ্গুল তুলেছেন বলে মনে করছেন অনেকে। কিন্তু শুধুই কি তাই নাকি অন্য কোনও সুপারস্টার শিবিরের এতে ভূমিকা রয়েছে তা নিয়ে জল্পনা বাড়ছে।

–

–

–

–

–

–

–

–


