Wednesday, January 28, 2026

প্লেব্যাক ছাড়ছেন অরিজিৎ সিং!

Date:

Share post:

বছরের প্রথম মাসেই বলিউডে বড় ধাক্কা! বলিউডে রোমান্টিক গান যার জন্য নতুন ভাষা পেয়েছিল সেই অরিজিৎ সিং এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বড় ঘোষণা করে বসলেন। সিনেমার প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি। মঙ্গলবার নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট তিনি করেন। সেই সঙ্গে ফেসবুকেও জানিয়ে দেন নিজের সিদ্ধান্তের কথা। ব্যাটল অফ গালওয়ান ছবির গান ‘মাত্রুভূমি’ মুক্তির কয়েকদিন পরেই তাঁর এই ঘোষণা নিমেষের মধ্যেই সঙ্গীত জগতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নিজের পোস্টে অরিজিৎ লিখেছেন, “সকলকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে মানুষ আমাকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায়ের এখানেই ইতি। এক অসাধারণ যাত্রা ছিল জীবনের এই পর্ব, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয় ছিলেন।”

তবে সঙ্গীত জগৎ থেকে তিনি একেবারেই থেকে বিদায় যে নিচ্ছেন না সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন গায়ক। তিনি লেখেন, “আমি গান বন্ধ করছি না। ভালো গানের অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। কিছু প্রতিশ্রুতিপূরণ বাকি আছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।”

জনপ্রিয়তার শীর্ষে থেকেও অরিজিতের এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নেই তাই তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই তিনি এই ঘোষণা করেছেন। এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের আবেগঘন কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিশিষ্টরা মনে করছেন দু’বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর অবসর ঘোষণায় সঙ্গীত দুনিয়ায় নিঃসন্দেহে এক বড় শূন্যতার তৈরী করবে। তবে নিজের সৃষ্টিশীলতা দিয়ে শ্রোতাদের মুগ্ধ করতে অরিজিৎ সিং-এর যে জুড়ি মেলা ভার সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

আরও পড়ুন- রামকৃষ্ণ থেকে উত্তম-সত্যজিৎ: প্রথম ভাষণে বাঙালিদের নাম বলে বঙ্গপ্রেমী প্রমাণের চেষ্টা নীতীনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দুমাসে প্রতিশ্রুতি পূরণ: অভিষেকের নির্দেশ মেনে বালিতে ব্যাপক রাস্তা সংস্কার

মানুষের স্বার্থে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ৪ সেপ্টেম্বর হাওড়া সদর ও গ্রামীণের সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল...

প্রধানমন্ত্রীর ‘অপপ্রচারের’ জবাব দিতে বুধে সিঙ্গুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর! তুলে দেবেন ‘বাংলার বাড়ি’-র টাকা

প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সফরের রেশ কাটতে না কাটতেই এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির কুৎসার জবাব দিতে চলেছেন...

ভোটার তালিকা সংশোধনের নামে হয়রানির অভিযোগ! এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কবি জয় গোস্বামী

বাঙালির পদবি লেখার ধরন কি তার ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণ হতে পারে? নির্বাচন কমিশনের 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা যুক্তিহীন...

আইন ভেঙে মাইক্রো-অবজার্ভার নিয়োগ! ভোটারদের নাম কাটতে কমিশনের কারচুপিকে চ্যালেঞ্জ তৃণমূলের

শুধুমাত্র বাংলার ক্ষমতা দখল করার জন্য নির্বাচন কমিশন কতটা নিচে নামতে পারে, ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে...