Wednesday, January 28, 2026

টি২০ বিশ্বকাপের আগে ২ ম্যাচের মহড়া, কোথায় খেলবেন সূর্যকুমার?

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের (T20 World Cup) ঢাকে কাঠি পড়ে গিয়েছে, কাপযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন সেট করতে দুটি ম্যাচ পাচ্ছেন গৌতম গম্ভীর।

আইসিসি-র প্রকাশিত সূচি অনুযায়ী, দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল(Team India)। আগামী ৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম অনুশীলন ম্যাচ। এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায়। বিশ্বকাপে নামার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এক অভিনব কৌশল নিয়েছে। মূল দলের পাশাপাশি ‘ভারত এ’ দলকেও রাখা হয়েছে প্রস্তুতি পর্বে ।

আইসিসি-র সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে আমেরিকার(USA) বিরুদ্ধে খেলবে ভারত ‘এ’ দল। এছাড়া ৬ ফেব্রুয়ারি বিশ্বকাপের ঠিক আগের দিন ‘ভারত এ’, বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে নামিবিয়ার মোকাবিলা করবে ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের রেশ কাটতে না কাটতেই প্রোটিয়াদের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু’। ৪ ফেব্রুয়ারি সন্ধে ৭টা থেকে শুরু হতে চলা এই ম্যাচটি ভারতীয় ক্রিকেটারদের কাছে গ্রুপ পর্বের আগে শেষ মুহূর্তের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার বড় সুযোগ।

বিশ্বকাপের (T20 World Cup )মূল লড়াইয়ের উদ্বোধনী দিনে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। এবারের টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে ভারতের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং আমেরিকা। অন্যদিকে ওই দিনই পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বিশ্বকাপে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে।

যদিও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো বড় দেশগুলো কোনো প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড।

spot_img

Related articles

SIR: দিনে লক্ষ্যমাত্রা ৭-৮ লক্ষ! দ্রুত শুনানির নির্দেশ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে এবার তৎপরতা বাড়াল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য...

আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধৃত গোডাউন মালিক

আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি বড়সড় আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

‘নির্ভর’ করা মহিলা পাইলটের হাতেই মৃত্যু! অজিত পাওয়ারের সঙ্গেই নিশ্চিহ্ন তিন বিমানকর্মী

চারিদিকে ছড়িয়ে পোড়া বিমানের অংশ। তারই মধ্যে কোনওটি দেহাবশেষ। কোনওটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কাগজ। তারই মধ্যে ডিজিসিএ-র (DGCA) তদন্তকারী...

মেটিয়াবুরুজে উপচে পড়া ভিড়! সেবাশ্রয়-২ শিবিরের হালহকিকত খতিয়ে দেখলেন অভিষেক 

ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চলছে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবির। বুধবার ডায়মন্ড হারবারের মেটিয়াবুরুজের আকড়া...