ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে এবার তৎপরতা বাড়াল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন করতে হবে। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে শুনানির সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক ও কর্মীদের বাড়তি সতর্ক থাকার বার্তা পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, নির্ধারিত সূচি মেনে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এই শুনানি পর্ব শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যে এবার সব মিলিয়ে প্রায় দেড় কোটি ভোটারকে শুনানির জন্য ডাকার পরিকল্পনা করেছে কমিশন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৯০ লক্ষ ভোটারের শুনানি প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত মেটাতে জেলা স্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং সংশোধনী নির্ভুল করতে এই নিবিড় শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত এক কোটি ৩০ লক্ষের বেশি ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। যে ভোটারদের তথ্য যাচাই বা সংশোধনের প্রয়োজন রয়েছে, তাঁদের প্রত্যেককে এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হাতে সময় অত্যন্ত কম থাকায় জেলা প্রশাসনগুলির ওপর চাপ বাড়ছে। প্রতিদিন ৭-৮ লক্ষ মানুষের শুনানি গ্রহণ করা এক বিরাট চ্যালেঞ্জ। তবুও কমিশনের শীর্ষ আধিকারিকরা আত্মবিশ্বাসী যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে। প্রতিটি জেলায় কতজন কর্মীকে এই কাজে নিযুক্ত করা হয়েছে এবং শুনানির পরিকাঠামো কেমন, তার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। এই প্রক্রিয়ার পরেই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধৃত গোডাউন মালিক

_

_

_

_

_

_
_


